সেই যে কাল রাত্তির থেকে শুরু হয়েছে বৃষ্টিটা, এখনো থামবার কোন লক্ষণই নেই। ছুটির দিন। কোথায় বেরোনোর প্ল্যান ছিল শপিঙ করতে ওদের কয়েকজনের, সেল চলছে বড় বড় দোকানগুলিতে। তা না। সেই ঘরে বসে বসেই কাটাও। রুমমেট দুজন অবশ্য এতেও খুশি। সেই যে দুপুরে খাওয়ার পরে ফোনে গুজুর গুজুর শুরু করেছে, এখনো ম্যারাথন চলছে। তুয়া ভেবে পায়না এত কী কথা। মা বাবা দিদির কাছে গিয়েছে, তাই কলেজ ছুটি থাকলেও লঙ উইকএন্ডে ও পিজিতে। রেডিয়োতে পরপর বৃষ্টির গান হচ্ছে। "এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ।"
ধুর ভাল্লাগেনা। কতক্ষণ আর এই ফেসবুক নিয়ে খুট খুট করতে পারা যায়। খানিক বাদে হঠাৎ একটা নোটিফিকেশন এল।
"Sounak Bhattacharya is near you"; messengerএ একই সময়ে একটা টেক্সট এলো। "নীচে নাম। গাড়ি নিয়ে এসছি। লঙ ড্রাইভ। The weather is too awesome to waste by sulking
at home।"
এরপর আর কি। টিপটিপ বৃষ্টি। বিদ্যাসাগর সেতু। শৌণক। তুয়া। গাড়ির রেডিয়োতে শ্রীকান্ত আচার্য। "আমার সারাটা দিন মেঘলা আকাশ। বৃষ্টি তোমাকে দিলাম।"
No comments:
Post a Comment