Monday, August 21, 2017

যে তোরে পাগল বলে

- এই মাছের ঝোলের গানটা শুনেছিস?
- কোনটা?
- ওই যে, যে তোরে পাগল বলে।
- ওটা আবার মাছের ঝোলের গান কে বলল? রবীন্দ্রসঙ্গীত ওটা হতভাগা।
- হ্যাঁ আর তোর ঠাকুর কিনা C'est le mode de vie.. /  Ils peuvent t’appeler fou / La vie d'un rêveur n'est pas facile লিখেছেন!
- উফ ওটা তো অনুপমের মডিফিকেশন রে হাঁদা। গানটার মূল এসেন্স কিন্তু ওই রবীন্দ্রসঙ্গীত। By the way, French এত ভালো করে উচ্চারণ করলি কি করে?
- Alliance Francaise হে! তোর মত ওই BBC online course না। সব কিছু অনলাইন হয় না বুঝলি?
- ওমনি? 
- জ্বলজ্যান্ত দেখতে পারছি! অনলাইনে জামা কাপড় কিনে সেই ছুটছিস টেলর শপে ফিটিং করাতে।
- আরে বাবা, এগুলো পোক্ত করাতে নিয়ে যাচ্ছি। যা বুঝিস না তা নিয়ে বাজে বকা তোর স্বভাব হয়ে যাচ্ছে কিন্তু।
- বেশ, এটা না হয় মানলাম, যদিও তোর লজিকে বড়সড় গোলমাল আছে। কিন্তু বল, এই যে সারাক্ষণ টিন্ডার টিন্ডার করে গেলি, একটাও ডেট পেলি? ম্যাডক্সে যাবি কার সাথে?
- সে পৃথিবীতে যদি ভালো ছেলেপুলে না থাকে,  আমার দোষ?
- ছাড়। অনেক হয়েছে। কাল বিকেলে ফ্রি আছিস কি না বল।
- কাল? কখন? কলেজ ফেরতা একবার সাউথ সিটি যাওয়ার কথা ছিল।
- সাতটায়, প্রিয়ায় চলে আসিস। মাছের ঝোলের দুটো টিকিট কেটে রেখেছি। 
- একবার আগে বলবি তো টিকিট কাটার আগে।
- আর হ্যাঁ, তারপরে ডিনার করতে যাব। It's a semi final to our Pujo date! 
- ডেট না হাতির মাথা! ওই আনন্দেই থাক। দেখিস, আমি ঠিক অষ্টমীর অঞ্জলি একটা হেব্বি হ্যান্ডু ছেলের সাথে দেব।
- Yeah of course, আমি grooming কি এমনি এমনি করছি নাকি? বর্তে যাবি রে আমার সাথে ঘুরলে। হুহ!
- হুহ!

No comments:

Post a Comment