আমার স্বপ্ন গুলো আজকাল যে কি রেটে বিটকেল হচ্ছে, তার আর ইয়ত্তা নেই। মানে মনে হচ্ছে একটা গোটা সমগ্র বের করতে পারব বুঝি যার নাম হবে "Dream wise, sleep tight"। এই যেমন আজকেরটা, কয়েকটি কেমন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত জিনিসপত্র। মানে এরকম যদি incoherent thought process আমার হয়, তাহলে কপালে ঘোরতর দুঃখ। তা যাই হোক, ভ্যান্তারা না কষে বলেই ফেলি। আজকে রোববার, ইস্পেশাল ভাত ঘুম ( রবিবারে ঘুমের সাথে no compromise, ওসব power nap, quick nap, etc etc weekdaysএ চলতে পারে, রবিবার solid দুই ঘণ্টার ভাত ঘুম is a necessity। এরপর রাত্রে মুঝে নীন্দ না আয়ে syndrome হলেও কিচ্ছু যায় আসেনা, monday morning blues বলে সহজেই ম্যানেজ করে দেওয়া যায়।) দিয়ে যেই স্বপ্নটি দেখলুম, তার setting হল গিয়ে একটি জম্পেশ দেখতে (বেশ সিনেমা সিরিয়াল এ যেমন রাইচাঁদ, মালহোত্রা মার্কা বাড়ির) ড্রয়িং রুম, হাল্কা হলুদ আলো জ্বলছে। কিন্তু আমি জানি, এটা নাকি আমাদেরই বাড়ির ঘর। এরকম transformation কোন কেয়া শেঠের সৌজন্যে হয়েছে, ঠিক জানিনা। তা এ হেন বাড়িতে আত্মীয় স্বজন সব এসেছে, পরিষ্কার মনে আছে সোমা পিসি এসছে। আর কে কে, অত মনে নেই। আমার খুব শখ হয়েছে কিছু একটা dessert বানাবো (হ্যাঁ আমি স্বপ্নেও খাই/খাবার কথা ভাবি। এমনি এমনি মেন্টেন করছি নাকি নিজেকে?)। তার জন্য বাজারে যে ব্রাউন রঙের ডিম পাওয়া যায় না, সেই নিয়েছি বেশ কয়েকটা; তবে একটু পার্থক্য আছে। এই ডিমগুলি অস্বাভাবিক ভাবে বেশী রকমের গোল, ডায়ামিটার অন্তত ৫-৬ ইঞ্চি হবেই (কম করে বললাম হয়ত, আমার মাপ ঝোঁকের আইডিয়া তেমন নেই)। তা সেই ডিম ফেটিয়ে কিছু একটা করব (মনে হয় কুকি বানাবো ঠিক করেছিলাম, কিন্তু তার মধ্যে জানিনা কেন এক গাদা বেশ রিফাইন্ড সুগারের সাথে পিঁয়াজ কুচিও মিশিয়েছি। Onion cookies বলে কিছু আদৌ হয়? তারপরে সেই রান্নার ভূত ভবিষ্যৎ কিচ্ছু জানিনা, স্বপ্নটা জঘন্য ভাবে সেটিং পাল্টে ফেলল।
দেখলাম গভীর আলোচনা হচ্ছে, ওই একই ঘরে বসে। বাবা মায়ের সাথে, বন্ধুরাও আছে। কি করতে, কেন, no clue, IIT থেকে নাকি যাদবপুরে (simultaneously Lady Brabourneএও) আসছি। পাব্লিক ট্রান্সপোর্ট ব্যবহার না করে (জানি না কার মাথার দিব্যিতে) সাইকেল চালিয়েই নাকি আমায় যেতে হবে। আর আমি সমানে বলে চলেছি বেশ, রাস্তা দিয়ে না হয় সাইকেলে যাব (এত দুঃসাহস কি করে হল? স্বপ্ন বলেই বোধহয়। এমনিতে তো ক্যাম্পাসের থেকে বাইরে দুই পা ও সাইকেলে যাই না), কিন্তু ইউনিভারসিটি/কলেজে গিয়ে কেন গেটে সাইকেল রেখে হেঁটে যেতে হবে?এই নিয়ে অদৃশ্য কারুর সাথে এঁড়ে তর্ক করে চলেছি!!!
বাকিটা আর মনে নেই। আদৌ আর দেখেছি কিনা কিছু, খেয়াল নেই। তবে এইটুকু বলতে পারি যে এরকম কনফিউসিং স্বপ্ন দেখে ঘুম ভাঙতে আমি নিজেও খুবই কনফিউসড হয়ে গিয়েছিলাম। ঘুম ভাঙতে মোবাইলে টাইম দেখি ৫ঃ৫৭। বাইরে বেশ অন্ধকার অন্ধকার অবস্থা। খানিকক্ষণ আমি ভাবলাম, যে এটা কি সোমবার সকাল ৫ঃ৫৭? (আমার আসলে এরকম অভ্যেস আছে যে যখন তখন রাত্রে/ভোরে ঘুম ভাঙ্গে, আবার ঘড়ি দেখে আরেক সেট ঘুমোই) বেশ খানিক বাদে বুঝলাম যে না, এটা রোব্বার বিকেল। এইসব ভাবতে ভাবতে অবশ্য ততক্ষণে ঘড়ির কাঁটা সাড়ে সাতটা ছুঁয়ে গিয়েছিল। স্বপ্নে/ঘুমে কোন টাইম স্কেল ব্যবহার হয় কে যানে! না হয় আজ রাত্রে এই প্রব্লেমটাই আমার চ্যাইন চুড়াক!!!!
No comments:
Post a Comment