-রাস্তা পার হওয়ার সময়ে সব সময়ে হাত ধরবি বল?
-সে তো বটেই। তার সাথে সাথে গাড়ির দিকে সব সময় আমি থাকব।
-শাহরুখ খানের সব সিনেমা ফার্স্ট ডে ফার্স্ট শো আমার সাথেই দেখবি। আর তারপরে মাথা ব্যাথার গল্প দিবি না বল?
-চকলেট পপকর্ন আর চিকেন উইংস নিয়ে বসবো দেখতে।
-ফুচকায় ঝাল আলু চাইবি না বল?
-শেষের ফাউ শুকনো ফুচকাটাও তোকেই দিয়ে দেব।
-মোমোর প্লেটে অড নাম্বারের পিস থাকলে, বেশিটা আমার কিন্তু।
-ইভেন নাম্বারের হলেও এক পিস বেশি তোর জন্য, অলওয়েজ।
-যেদিন যেদিন বলব, আমার সাথে রঙ ম্যাচ করে জামা পরতে হবে।
-শুধু তাই না। ভদ্রভাবে সেলফি তুলে অনেকগুলো হ্যাশট্যাগ দিয়ে আপলোড করেও দেব সোশ্যাল মিডিয়ায়।
-কখনো বিপথে যদি, ভ্রমিতে চায় এ হৃদি?
-ঘাড় ধরে টেনে আনবো ফেরত।
-চিরসখা হে,ছেড়ো না মোরে।
-কোনো সিনই নেই। সাত জন্মের জন্য আপাতত কন্ত্র্যাক্ট সাইনটা করে নিই। বাকিটা, ক্রমশ প্রকাশ্য...
No comments:
Post a Comment