Monday, February 11, 2019

Promise day

-পরশু যে এই এত্ত এত্ত চকোলেট পাঠালাম, একটা একনলেজমেন্ট তো করে মানুষে!
-থ্যাংক ইউ বললাম। ফোন করলাম। আর কী করব? ফেসবুকে ছবি দিয়ে পি ডি এ?
-মন্দ কী?
-না। কিছু কিছু জিনিস নিতান্তই ব্যক্তিগত। সেগুলো গোটা দুনিয়াকে না জানালেও চলে।
-ল্যা! উঠতে বসতে যে মেয়ে ফেসবুক করে উল্টে যায়, তার মুখে এ কেমন কথা?
-না। ওগুলো তো বারোয়ারি। এইগুলো শুধুমাত্র আমাদের দুজনের।
-বুঝলাম।
-আমাদের এই নিজস্ব মুহূর্তগুলো শুধুমাত্র আমাদের মধ্যেই থাকবে। সোশ্যাল মিডিয়ায় যাবে না। 
-আচ্ছা।
-প্রমিস?
-হুম।
-আরেকটা প্রমিস কর আজ।
-এইরকম ভাবে সারা জীবন আমায় প্যাম্পার করে যাবি আর আমার সমস্ত মুড সুইংস সহ্য করবি।
-ফর ইউ, আ থাউজ্যান্ড টাইমস ওভার...
-

No comments:

Post a Comment