১০।
অ্যানার উইকেন্ড খুব আনন্দে কেটেছে। শুক্রবার রাত্রে ওরা লন্ডন পৌঁছয়। ডেভ ওদের জন্য একটা বিলাসবহুল হোটেলে ঘর ঠিক করে রেখেছিলেন। শনিবার সকালে ওরা দোকানপাট ঘুরে অনেক কেনাকাটি করে। তারপর সন্ধ্যেবেলা সিনেমাও দেখে। রবিবার সারাদিন এক মনোরম পার্কে সময় কাটিয়ে সন্ধ্যের দিকে ডেভ আর অ্যানা উডএন্ডে ফেরে।
পরদিন ছিল সেপ্টেম্বরের প্রথম সোমবার। বাইরে ঠাণ্ডা পড়তে শুরু করেছে। দোকানে ভিড় নেই। সন্ধ্যেবেলা পিটার এসেছে অ্যানার সাথে দেখা করতে দোকানে।
"বলো পিটার? শনিবারের খেলা কেমন হল? তোমরা জিতেছ?" অ্যানা হাসিমুখে জিজ্ঞেস করে।
"না অ্যানা, আমরা জিতিনি। আমি খেলিওনি।" পিটার রুক্ষভাবে উত্তর দিল।
পিটারের এই আচরণে অ্যানা অবাক। সে বলে, "সে কী? কেন? কী হয়েছে পিটার?"
"আমি সারা উইকেন্ড উডএন্ডেই ছিলাম। শনিবার সকালে শরীর ভালো লাগছিল না।"
কথাটা শুনেই অ্যানার মুখ মুহূর্তে লজ্জায় ও ভয়ে রাঙা হয়ে উঠল। খুব মৃদুস্বরে ও পিটারকে জিজ্ঞেস করলো, "তুমি এখন কেমন আছ?"
"একটুও ভালো নেই অ্যানা। আর তুমি জানো তার কারণ।"
অ্যানা অবাক হওয়ার ভঙ্গিতে প্রশ্ন করলো, "আমি? আমি কীভাবে জানব পিটার? কী হয়েছে বলবে তো।"
"অ্যানা তুমি জানবে না তো কে জানবে? তুমি আর ডেভ স্লাটিন। তোমাদের মধ্যে কিছু একটা চলছে অ্যানা।"
"এসব কী বলছ পিটার?" অ্যানা বলে ওঠে।
"কিছু তো ভুল বলছি না। তোমাদের শুক্রবার রাত্রে উডএন্ড থেকে বেরোতে দেখেছে লোকজন।"
"আরে ও কিছু না। আমি তোমায় বলছি পিটার। কিছু না। আমরা তো..." অ্যানার স্তোকবাক্য শুনে পিটার আরও রেগে যায়।
"থাক, আমায় কিছু বোঝাতে হবেনা। আমি যা বুঝবার, সব বুঝে গিয়েছি।"
"পিটার..."
"থাক। আমি জানি আমি ডেভের মতো বড়লোক নই। আমার অত টাকা নেই তোমায় নিত্যনতুন ড্রেস, গয়না কিনে দেওয়ার জন্য। আমার সামর্থ্য খুবই কম। আমি ওর মতো বড় শহরের বড় মানুষও নই। কিন্তু অ্যানা, তোমায় ঠিক করতে হবে তুমি কী ও কাকে চাও। দুজনকে তো তা বলে পেতে পারো না।"
"আমি জানি পিটার। আমি তোমাদের দুজনকে একসাথে চাইও না। কিন্তু আমার কিছু কথা বলার আছে তোমাকে পিটার। ডেভের ব্যাপারে। শুনবে?" অ্যানার আকুল আর্তিতে পিটার তো গলল না, উল্টে আরও উত্তেজিত হয়ে চিৎকার করে উঠল, "ডেভ ডেভ ডেভ। সারাক্ষণ ওই একটিই নাম জপে যাও তুমি অ্যানা। আমি আর ওই নাম শুনতে চাই না।" রেগে পিটার অ্যানার বাড়ি থেকে বেরিয়ে চলে গেল।
অ্যানা এখন সম্পূর্ণ একা। দুঃখিনী অ্যানা পিটারকে ডেভ ও তার স্পেশাল অর্ডার ক্রেতাদের কথা বলতে উদগ্রীব, কিন্তু পিটার ওকে ফেলে রেখে চলে গিয়েছে। অ্যানা মনমরা হয়ে ঘরে রয়ে গেল।
No comments:
Post a Comment