১৩।
অ্যানার সেদিন উডএন্ড ফিরতে ফিরতে রাত প্রায় দশটা বেজে গিয়েছিল। ফিরেই রেডিও চালিয়ে খবর শুনতে বসল ও। শুনল যে আর্থার রাইজম্যান কোম্পানির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সেই রাত্রে অ্যানা ভয়ে ঘুমোতে পারল না। ডেভ স্লাটিন কে? কী করছে ওই দোকানের পিছনের ঘরে? কী ক্ষমতা ওর? স্পেশাল অর্ডারগুলোই বা কী?
পরেরদিন সকালে অ্যানা দ্য কর্নার শপে ফেরত গেল। ডেভ ছিলেন সেখানে এবং স্বাভাবিকভাবেই বেশ রেগে ছিলেন ওর ওপর। কিন্তু একটাও কথা বললেন না। এগারোটার দিকে গাড়ি নিয়ে ডেভ বেরিয়ে গেলেন। অ্যানা দোকানের পিছনে গেল, স্পেশাল অর্ডার ঘরে। ও অবাক। গত এক বছরে যা হয়নি, আজ তাই হয়েছে। ঘরের তালা খোলা। ডেভ তালা লাগিয়ে যেতে ভুলে গিয়েছেন।
এই সুযোগ। অ্যানা দরজা ঠেলে ঢুকল ভিতরে। ঘরটি ছোট্ট। অন্ধকার। ভ্যাপসা। দেওয়াল হাতড়ে সুইচ টিপে ও আলো জ্বালালো, তবে আলোর জোর খুবই কম। চারিদিকে তাকিয়ে অ্যানা দেখল ঘরের মধ্যে রয়েছে একটি ছোট টেবিল, তার দুপাশে দুটি চেয়ার আর ঘর ভর্তি অনেক ছোট বড় মাঝারি মাপের বাক্স। অ্যানা অবাক। না আছে কোন পেন না কোন কাগজ। না কোন পেন্সিল। এই তাহলে সেই স্পেশাল অর্ডার ঘর? কাজ হয় কী করে এখানে?
ও হেঁটে চলে এদিক ওদিক দেখতে লাগল। বাক্সগুলি বাঁচিয়ে চলাফেরা করা খুব সোজা না। অ্যানা একটা বাক্সের ঢাকনা খুলল। ভিতরে অনেক অনেক পুরনো কাগজ, ছেঁড়া বই। পুরনো জামা। সেসব ঘাঁটতে গিয়ে নিচে তাকিয়ে দেখল, টাকা। অনেক টাকা। বিভিন্ন দেশের টাকা। অ্যামেরিকা, জার্মানি, ফ্রান্স, আরও কত দেশের। সব দেশের নামও জানেনা অ্যানা। অ্যানা অবাক হয়ে দেখতে লাগল। ও কোনদিনও এত টাকা চোখেই দেখেনি।
আরো এদিক ওদিক দেখতে দেখতে চোখে পড়ল মাইক বেলির ব্রিফকেস। সেটি খালি। আরেকটু দেখতে গিয়ে চোখে পড়ল আরো একটা বাক্স। এটি তো আর্থার রাইজম্যানের ব্রিফকেস। এটিও খালি। কিচ্ছু নেই।
ও এবারে একটি বড় বাক্সের ঢাকনা খুলল। ভিতরে অনেক পুতুল। নানান মাপের। কিন্তু প্রত্যেকটিরই হাত বা পা ভাঙ্গা। একটি পুতুল ভীষণভাবে নজর কাড়ল অ্যানার। সেই পুতুলটি ভারি সুন্দর দেখতে। কিন্তু সেটিরও একটি হাত ভাঙ্গা। অ্যানা পুতুলটাকে টেবিলের ওপর রাখল।
অ্যানা তারপর দেখল আরো একটি ফুটবল বিষয়ক বই। কিন্তু সেখানে সব ফুটবল প্লেয়ারদের ছবি ছিঁড়ে ফেলা। ও বইটাকেও টেবিলের ওপর রাখল।
বাক্সের ভিতর ছিল আরও ভাঙ্গাচোড়া খেলনা গাড়ি। সেইসবের মধ্যে থেকে অ্যানা দেখল একটি ভাঙ্গা উড়োজাহাজের মডেল।
অ্যানা সমস্ত জিনিস টেবিলের ওপর রাখল। কী অদ্ভুত সংগ্রহ। এত টাকা, ভাঙ্গা খেলনা, ছেঁড়া বই। এসব কী? কেন? ডেভ স্লাটিন কেন এইসব জমিয়ে রাখেন? কোন কাজে লাগে?
দরজায় আওয়াজ পেয়ে অ্যানা চমকে উঠল। দরজায় কেউ দাঁড়িয়ে রয়েছে।
No comments:
Post a Comment