৫।
ডেভ কোনদিনও তারপর গ্রেটা গরডনকে নিয়ে একটা কথাও বলেননি। একদিন অ্যানা কৌতূহলী হয়ে আর থাকতে না পেরে ডেভকে জিজ্ঞেস করে, "ডেভ, আপনি গ্রেটাকে কী করে চিনলেন? উনি কি আপনার বন্ধু?"
"অ্যানা, উনি আমাদের স্পেশাল কাস্টোমার ছিলেন। ব্যস। আর এই বিষয়ে আমি কোন কথা বলতে চাইনা। দয়া করে ভবিষ্যতে আমায় জিজ্ঞেস করো না। "
বলার ভঙ্গি শুনে ও স্তব্ধ। অ্যানা আর তাই দ্বিতীয়বার ডেভকে এই নিয়ে কোন প্রশ্ন করেনি। মিস গরডনের কাছে দেওয়া প্রতিশ্রুতিও ও রক্ষা করেছিল। শত ইচ্ছে হলেও কাউকে ও মিস গ্রেটা গরডনের আকস্মিক আগমন ও অদ্ভুত ব্যবহারের কথা বলেনি।
শীত পেরিয়ে বসন্ত এলো। উডএন্ডের বাগান ফুলে ভরে গেল। মিস্টার হার্ট নানা রঙের ফুলের সম্ভার আনলেন দোকানে। অ্যানা হাসি মুখে সেগুলি পর্যটকদের কাছে বিক্রি করতে থাকলো। প্রচুর পর্যটকও এসেছিলেন ওই বছর।
মে মাসের এক বিকেলে পিটার অ্যানাকে বিয়ের প্রস্তাব দিল। অ্যানা আর পিটার একে অপরকে খুব ভালোবাসে। আর তাই ও খুব খুশি হয়েই পিটারের প্রস্তাবে হ্যাঁ বলল। পিটারের দেওয়া আংটি পরে ওদের বাগদান পর্বও মিটে গেল। ওরা ঠিক করল, আগামী বছর বিয়ে করবে। এই এক বছর তাই প্রচুর খেটে ওরা অনেক টাকা জমাবে যাতে আগামী দিনগুলো আরামের হয়।
শনিবার করে পিটার ফুটবল বা ক্রিকেট নিয়ে মশগুল থাকত আর অ্যানা লিডনি যেত সিনেমা দেখতে। অ্যানা যে সিনেমা দেখতে খুব ভালোবাসে।
এমনই একদিন অ্যানার হাতে এলো একটি ফিল্ম ম্যাগাজিন। পাতা ওলটাতে গিয়ে ও দেখল গ্রেটা গরডনের ছবি। আকৃষ্ট হয়ে অ্যানা খবর পড়তে লাগল। "বিউটিফুল ওম্যান" সিনেমায় গ্রেটা নায়িকা হবে। আগে এই ছবিটিতে মিস জোনা লির অভিনয় করার কথা কথা হলেও দুর্ভাগ্যবশত মিস লি ঘরে পড়ে গিয়ে হাত ভেঙ্গে ফেলেন নিজের। আর তাই গ্রেটাও নিজের বহু আকাঙ্ক্ষিত এই রোলটি পেয়ে যান। এই হঠাৎ পাওয়া সুযোগে মিস গরডন যারপরনাই খুশি। এই খবরটি পড়ে অ্যানা বেশ আনন্দিত হলেও মিস গরডনের উডএন্ড আসার কথা পিটারকেও বলতে পারল না।
একমাত্র ডেভকে এই খবরটা জানানো যায় ভেবে অ্যানা একদিন মিস্টার স্লাটিনকে ম্যাগাজিনটি দেখিয়ে বলল, "ডেভ, এই দেখুন, গ্রেটা গরডনের বড় ছবি বেরিয়েছে ম্যাগাজিনে।"
"গ্রেটা গরডন বুঝি বড় অভিনেত্রী?" ডেভ সরলভাবে জিজ্ঞেস করলেন।
"বড় মানে বড়? ও এখন স্টার, একটা দারুণ অভিনয়ের সুযোগ পেয়েছে।" অ্যানা বলল।
"ভালো। খুশি থাকুন উনি।" ডেভ নির্লিপ্ত উত্তর দিলেন। আর কথা বাড়ল না।
No comments:
Post a Comment