৪।
বেশ শান্ত ও নিস্তরঙ্গ ভাবেই তিন মাস কেটে গেল। দ্য কর্নার শপের বিক্রিও ভাল মতোই হতে লাগল। এপ্রিল মাসের এক বেলায়, দোকানে এলেন এক অপরূপা সুন্দরী রমণী। পরনে দামী কেতাদুরস্ত পোশাক। উনি একটি বিরাট বড় বিলাসবহুল গাড়ি থেকে নেমে সোজা চলে এলেন দোকানের ভিতর। এমন ক্রেতা আজ পর্যন্ত কখনও অ্যানা এই দোকানে দেখেইনি। ও ভীষণ অবাক। ভদ্রমহিলা একটু অপ্রস্তুতভাবে এদিক ওদিক দেখলেন, তারপর অ্যানার দিকে এগিয়ে এসে বললেন, "এইটাই কি দ্য কর্নার শপ?" অ্যানা অতি উৎসাহ সহকারে বলল, "হ্যাঁ, এটিই দ্য কর্নার শপ। আমাদের গ্রামে এই একটিই দোকান। বলুন কীভাবে সাহায্য করতে পারি?" ভদ্রমহিলা একটু ইতস্তত করে বললেন, "আমি মিস্টার ডেভ স্লাটিনকে খুঁজছি। উনি বোধহয় এই দোকানের মালিক।"
"ও, হ্যাঁ। উনি ওপরে আছেন। আমি ডেকে দিচ্ছি। উনি কি আপনার নাম জানেন? কী নাম বলবো?" অ্যানা উত্তর দিল।
"হ্যাঁ, মিস্টার স্লাটিন আমার নাম জানেন । বলুন... বলুন মিস গ্রেটা গরডন এসেছেন। দেখা করতে চান।"
"আপনিই গ্রেটা গরডন? অভিনেত্রী গ্রেটা গরডন?" আন্যার চোখে মুখে ও কণ্ঠস্বরে উচ্ছ্বাস প্রবলভাবে ফুটে উঠল। মিস গরডন সামান্য হেসে উত্তর দিলেন, " হ্যাঁ।"
"আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি ডেভকে ডাকছি।" এই বলে অ্যানা ছুটল সিঁড়ির তলায়। গলা চড়িয়ে হাঁক দিল, "ডেভ, আপনার সাথে একজন দেখা করতে এসেছেন।"
ওপর থেকে মিস্টার স্লাটিনের উত্তর শোনা গেল, "কে এসেছেন?"
"মিস গ্রেটা গরডন, অভিনেত্রী গ্রেটা গরডন।"
"আমি আসছি।"
মুহূর্তের মধ্যেই ডেভ নিচে এলেন। গ্রেটার দিকে তাকিয়ে, "সুপ্রভাত। আমিই ডেভ" বলে করমর্দন করলেন। অ্যানা লক্ষ্য করলো, মিস গ্রেটা গরডনের হাতগুলি, বিশেষ করে আঙ্গুলগুলি কী সুন্দর, লম্বা। ফর্সা। আর তাতে কতগুলো হীরের আংটি। অ্যানা কোনোদিনও এত হীরের আংটি একই হাতে দেখেইনি। মিস গ্রেটা গরডন এদিক ওদিক দেখছিলেন ইতিউতি। খানিক পর ডেভ স্লাটিনের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, "আপনি বুঝি এখানেই কাজ করেন মিস্টার স্লাটিন?"
"হ্যাঁ। জায়গাটি তেমন বড় না হলেও আমার কাজ চলে যায়। আপনি আমার সাথে আসুন মিস গরডন।"
অ্যানা খেয়াল করলো, ডেভ গ্রেটাকে নাম ধরে না ডেকে মিস গরডন বলে সম্বোধন করছিলেন। অর্থাৎ একে অপরের পরিচিত না। দেখে মনে হচ্ছিল মিস্টার স্লাটিন যেন একটু তাড়ায় ছিলেন, আর গ্রেটা অল্প বিচলিত।
অ্যানা দেখল ডেভ ও তাঁর পিছু মিস গরডন দোকানের পিছনে গেলেন এবং তারপর আশ্চর্যের ব্যাপার, সোজা "স্পেশাল অর্ডার" ঘরটিতে ঢুকলেন। ও, এই ব্যাপার? তার মানে গ্রেটা গরডন বিশেষ ক্রেতা।
অ্যানা সিনেমার পোকা। ওর খুব ইচ্ছে করছিল কারুর কাছে গল্প করে গ্রেটার আগমন নিয়ে। ওর ঠিক তক্ষুনি পিটারের কাছে এই বিচিত্র অভিজ্ঞতার কথা বলার জন্য মন চঞ্চল হয়ে গিয়েছিল। কিন্তু অ্যানার পক্ষে এই মুহূর্তে দোকান ছেড়ে যাওয়ার কোন উপায়ই নেই।
মিনিট দশেক পর অ্যানা দেখল ঘর থেকে ওঁরা দুজনে বেরোলেন। ডেভ কোন কথা না বলে ওপরে চলে গেলেন। গ্রেটা গরডন দোকানের মধ্যে দিয়ে যখন যাচ্ছিলেন, অ্যানা খেয়াল করলো, ভদ্রমহিলার অবস্থা আশ্চর্যজনকভাবে বেশ বিদ্ধ্বস্ত। মুখ ফ্যাকাসে, চোখে জল।
"কী হয়েছে মিস গরডন? কিছু সাহায্য লাগবে?" অ্যানা উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলে মিস গরডন নিচুস্বরে উত্তর দেন, "না। আমি ঠিক আছি।"
"আমি আপনাকে একটা চেয়ার এনে দিচ্ছি। আপনি বরং খানিক বসুন।"
অ্যানার এনে দেওয়া চেয়ারে বসে গ্রেটা সাময়িক নিজেকে সামলে নিলেন। আর তারপর বললেন, "শোন, আমি যে এখানে এসেছিলাম, দয়া করে এই কথাটি পাঁচ কান করো না। আমায় কথা দাও।"
কথাগুলো অ্যানার ভালো লাগল না। ও যে বন্ধুদের বলবে বলে উশখুশ করছিল, তাহলে?
"দেখো, আমি তোমায় একটা জিনিস দিতে চাই। এই নাও। আমার অটোগ্রাফ করা ছবি। এটা তুমি রাখো। কিন্তু দয়া করে কাউকে জানিয়ো না আমার আজকের এই আসার কথা। প্লিজ।"
"ঠিক আছে। আমি কাউকে বলবো না। আপনি নিশ্চিন্ত থাকুন।"
অ্যানার কথায় আশ্বস্ত হয়ে গ্রেটা অ্যানার গালে হাল্কা ঠোঁট ছুঁইয়ে ওর দুই হাত নিজের হাতে নিলেন। অ্যানা আবারও মুগ্ধ হয়ে ওই সুন্দর আঙ্গুলগুলি দেখতে লাগল। কিন্তু কী আশ্চর্য, হীরের আংটিগুলি কই?
No comments:
Post a Comment