Saturday, September 8, 2018

আগন্তুক ৬

৬।

সেই বছর গ্রীষ্মে বড় সুন্দর আবহাওয়া ছিল আর তাই উডএন্ডে অনেক পর্যটকের ভিড় হয়েছিল। দ্য কর্নার শপও রমরমিয়ে চলছিল।  তবুও অ্যানার মনে সুখ নেই। ওর মনে গ্রেটা গরডনকে নিয়ে ছিল অনেক প্রশ্ন। কেন উনি এসেছিলেন ডেভের সাথে দেখা করতে? সবচেয়ে আশ্চর্যের বিষয়, হীরের আংটিগুলো কোথায় গেল?
এইসব ছাড়াও আরো একটি কারণে অ্যানার মন ভালো ছিল না। ও পড়েছিল এক অদ্ভুত দোটানায়। যদিও ও পিটারের বাগদত্তা, তবুও ও ডেভকে মনে মনে ভালবাসতে শুরু করেছিল। উডএন্ডের অনেক মহিলাই ডেভের প্রেমে টইটুম্বুর হলেও, অ্যানাও যে তা হবে, ও ভাবেনি। তাছাড়া দিনের বেশিরভাগ সময়েই ও ডেভের সান্নিধ্যে কাটায়।  সকালে ডেভের সাথে আর সন্ধ্যেয় পিটারের সাথে, এইভাবেই চলছিল অ্যানার। একই মানুষ যেন দুটি পৃথক জীবনযাপন করছিল।

এক শুক্রবার ডেভ অ্যানাকে চমকে দিয়ে বললেন, " কাল তোমার কী প্ল্যান সারাদিনের? আমার সাথে দিনটা কাটাবে? আমার গাড়ি করে আমরা লিডনি যেতে পারি। বা তুমি যেখানে যেতে চাইবে, সেইখানেই যাব।"
হতবাক অ্যানা মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে বলল, "কিন্তু পিটার পছন্দ করবে না এটা ডেভ। আমি আপনার সাথে গেলে ও ক্ষুণ্ণ হতে পারে।"
"না না। কী যে বলো না তুমি অ্যানা? আমরা তো অনেক দূরে কোথাও যাচ্ছিনা। পিটার কেন কিছু মনে করতে যাবে? লাঞ্চের পর আমরা দোকান বন্ধ করে বেরবো।"
অ্যানার মনে ইচ্ছেও রয়েছে, এদিকে পিটারের অসন্তোষের কথা ভেবে একটু দোনামনা করছিল। ডেভ ওর অবস্থা বুঝতে পেরে বললেন, "আরে, পিটার তো শনিবার করে খেলা নিয়ে ব্যস্ত থাকে। তুমি ভেবোনা।"
"বেশ তাহলে আমায় সবচেয়ে ভালো রেস্টুরেন্টে খাওয়াতে হবে। আর আমার পছন্দের সিনেমা দেখাতে হবে। তবেই আমি যাবো।" অ্যানা হেসে বলল।
ডেভ অট্টহাস্যে ফেটে পড়লেন, বললেন, "তাই হবে। তুমি চলো।"
পরেরদিন দুপুরে দোকান বন্ধ করে ওরা ডেভের গাড়ি করে লিডনি গেল। ডেভ অ্যানাকে একটি দামী পোশাক কিনে দিলেন। তারপর ওরা একটি সিনেমা দেখল অ্যানার পছন্দসই। এরপর ওরা রেস্টুরেন্টেও গেল। পিটার কিছুই জানতে পারল না। ও ওইদিন অন্য এক গ্রামে ক্রিকেট খেলতে গিয়েছিল। ফিরতে অনেক রাত্তির হয়ে যায়। ডেভ আর অ্যানাও অনেক রাত্রে ফেরে। সারা দিন ভীষণ ভালো কাটিয়ে রাতে ডেভ অ্যানাকে দ্য কর্নার শপের সামনে যখন নামায়, বাইরে মনোরম পরিবেশ। অ্যানা গাড়ি থেকে নামার আগে ডেভকে বলে, "থ্যাঙ্ক ইউ ডেভ। আজ আপনার জন্য দিনটা খুব ভালো কাটল।"
"আমারও।" ডেভ প্রত্যুত্তরে বললেন। তারপর হঠাৎ অ্যানাকে জাপ্টে ধরে ঠোঁটে চুম্বন করলেন।
চুম্বনের আকস্মিকতা অ্যানাকে চকিত করলেও মুহূর্তের ভালোলাগায় আচ্ছন্ন হলো ও।

No comments:

Post a Comment