একটা
ছোট্ট অনুরোধ নিয়ে এলাম পাঠকদের কাছে। এই অনুরোধ আগেও করেছি লাইভ সেশনে।
সম্প্রতি কিছু ফিডব্যাক কানে এলো। আর তাই আজ আবার বাধ্য হলাম। অন্যভাবে
নেবেন না কিন্তু কেউ প্লিজ।
প্রতিটা লেখা যখন লেখা হয়, সেটি লেখক বা লেখিকার কাছে অত্যন্ত আপন হয়ে পড়ে। সন্তানসম প্রায়। আর সেই সন্তান স্নেহে অন্ধ হয়ে অনেক সময়েই আমরা বুঝিনা লেখাটি আদৌ জনসমক্ষে আসার জন্য তৈরি কি না, নাকি আরো পরিশীলিত ও পরিমার্জিত হওয়া প্রয়োজন। এইখানে আসে আপনার, মানে পাঠকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। যখন লেখাটি পড়ছেন, দয়া করে সেটি সম্পর্কে আপনার মতামত কষ্ট করে হলেও জানান। আর সব সময় যে শুধু ভালো ভালো বলতে হবে, তা কিন্তু না। নির্দ্বিধায় খারাপ লাগাটা জানান। কীরকম হলে ব্যাপারটার মান উন্নত হতে পারতো, আপনার মতে, সেটি বলুন। আমরা কিন্তু উন্নতি করার জন্য উৎসুক। আর তাই সমালোচনা চাই। ভালো যেমন শুনতে পারি, তেমনই মন্দ লাগাটাও শোনা আমাদের কর্তব্য। আপনার সম্পূর্ণ অধিকার আছে সেটি জানানোর। আপনাদের মতামত না জানতে পারলে উন্নতি করতে পারবনা। তখন আপনারাই অসন্তুষ্ট হবেন। সাম্পান ছেড়ে অন্য নাওতে চলে যাবেন।
এবং এই একই বক্তব্য শুধুমাত্র লেখা সম্পর্কে নয়, পেজ সম্পর্কেও। পেজের কোন কন্টেন্ট যদি পছন্দ না হয়, নিশ্চয়ই জানাবেন। নতুন কীরকম কী চাইছেন, জানাবেন। সব অনুরোধ রাখতে পারব, এমন কথা দিচ্ছিনা। কারণ সাম্পান আমার নেশা হলেও পেশা অন্য। কাজেই বুঝতেই পারছেন... তবে হ্যাঁ, আপনারা যেহেতু আপনাদের মূল্যবান সময় ও উপার্জিত অর্থের বিনিময়ে ইন্টারনেট প্যাক কিনে সাম্পানে আসেন নিয়মিত, তাই আপনাদের বলার সম্পূর্ণ অধিকার আছে।
প্রসঙ্গত বলে রাখি, এই নৌকা চালিয়ে আমি একটি পয়সাও উপার্জন করিনা। নিতান্তই শখের জেরেই সাম্পানকে ভাসিয়ে রেখেছি। এবং আপানদের সকলকেও সেই শখ ও ভালোবাসা দিয়েই আমন্ত্রণ জানিয়েছি। যাত্রাপথে কজন যাত্রী হল, তাতে কিন্তু খুব একটা কিছু যায় আসেনা আমার, অর্থাৎ পেজের লাইক বা রিচ কমা বাড়া নিয়ে খুব বেশি বিচলিত নই আমি, কারণ আমি কোন পারানি নিইনা। নৌকো যেমন চলার, ঠিক চলবে। তবে হ্যাঁ, বেশি সহযাত্রী হলে অবশ্যই সবাই মিলে মিশে পথটা অতিক্রম করলে আনন্দটা বেশি। আপনার সম্পূর্ণ স্বাধীনতা আছে এই পথে আমাদের সঙ্গী হবেন কি না, তা ঠিক করার।
চলে যেতেই পারেন। শুধু এইটুকুই বলার যে যতক্ষণ আছেন, একটু খোলাখুলি সমালোচনা করুন। কোন পোস্ট পছন্দ না হলে সেখানে লিখুন। নাম প্রকাশে অনিচ্ছুক হলে মেসেজ করে জানান। কথা দিচ্ছি, আপনার আইডেন্টিটি ডিসক্লোজ না করেই লেখক/লেখিকার কাছে সমালোচনার বার্তাটি পৌঁছে দেব। পেজ সম্পর্কেও কিছু বলার থাকলে মেসেজ করুন ইনবক্সে, অথবা ইমেলে জানান। ব্যক্তিগত দিক থেকে বলি, সমালোচনাকে সমালোচনা হিসেবে নেওয়ার মতো মানসিকতা রয়েছে আমার। তাই নির্দ্বিধায় আমায় জানাতে পারেন। আমি আপনাকে প্রকাশ্যে বা আড়ালে কোনভাবেই হেয় করবোনা।
কিন্তু জানান। না জানিয়ে চলে যাওয়া এবং তারপরে বাইরে গিয়ে সমালোচনা করাটা আমার মনে হয় ঠিক না। যেহেতু আমরা সকলে এক নৌকার সহযাত্রী, তাই কোথাও কিন্তু আত্মিক একটা টান থাকে। বলুন তো, is it a good thing to wash dirty linen in public? না তো?
পেজের ইমেল আইডি saampaan.emagazine@gmail.com
প্রতিটা লেখা যখন লেখা হয়, সেটি লেখক বা লেখিকার কাছে অত্যন্ত আপন হয়ে পড়ে। সন্তানসম প্রায়। আর সেই সন্তান স্নেহে অন্ধ হয়ে অনেক সময়েই আমরা বুঝিনা লেখাটি আদৌ জনসমক্ষে আসার জন্য তৈরি কি না, নাকি আরো পরিশীলিত ও পরিমার্জিত হওয়া প্রয়োজন। এইখানে আসে আপনার, মানে পাঠকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। যখন লেখাটি পড়ছেন, দয়া করে সেটি সম্পর্কে আপনার মতামত কষ্ট করে হলেও জানান। আর সব সময় যে শুধু ভালো ভালো বলতে হবে, তা কিন্তু না। নির্দ্বিধায় খারাপ লাগাটা জানান। কীরকম হলে ব্যাপারটার মান উন্নত হতে পারতো, আপনার মতে, সেটি বলুন। আমরা কিন্তু উন্নতি করার জন্য উৎসুক। আর তাই সমালোচনা চাই। ভালো যেমন শুনতে পারি, তেমনই মন্দ লাগাটাও শোনা আমাদের কর্তব্য। আপনার সম্পূর্ণ অধিকার আছে সেটি জানানোর। আপনাদের মতামত না জানতে পারলে উন্নতি করতে পারবনা। তখন আপনারাই অসন্তুষ্ট হবেন। সাম্পান ছেড়ে অন্য নাওতে চলে যাবেন।
এবং এই একই বক্তব্য শুধুমাত্র লেখা সম্পর্কে নয়, পেজ সম্পর্কেও। পেজের কোন কন্টেন্ট যদি পছন্দ না হয়, নিশ্চয়ই জানাবেন। নতুন কীরকম কী চাইছেন, জানাবেন। সব অনুরোধ রাখতে পারব, এমন কথা দিচ্ছিনা। কারণ সাম্পান আমার নেশা হলেও পেশা অন্য। কাজেই বুঝতেই পারছেন... তবে হ্যাঁ, আপনারা যেহেতু আপনাদের মূল্যবান সময় ও উপার্জিত অর্থের বিনিময়ে ইন্টারনেট প্যাক কিনে সাম্পানে আসেন নিয়মিত, তাই আপনাদের বলার সম্পূর্ণ অধিকার আছে।
প্রসঙ্গত বলে রাখি, এই নৌকা চালিয়ে আমি একটি পয়সাও উপার্জন করিনা। নিতান্তই শখের জেরেই সাম্পানকে ভাসিয়ে রেখেছি। এবং আপানদের সকলকেও সেই শখ ও ভালোবাসা দিয়েই আমন্ত্রণ জানিয়েছি। যাত্রাপথে কজন যাত্রী হল, তাতে কিন্তু খুব একটা কিছু যায় আসেনা আমার, অর্থাৎ পেজের লাইক বা রিচ কমা বাড়া নিয়ে খুব বেশি বিচলিত নই আমি, কারণ আমি কোন পারানি নিইনা। নৌকো যেমন চলার, ঠিক চলবে। তবে হ্যাঁ, বেশি সহযাত্রী হলে অবশ্যই সবাই মিলে মিশে পথটা অতিক্রম করলে আনন্দটা বেশি। আপনার সম্পূর্ণ স্বাধীনতা আছে এই পথে আমাদের সঙ্গী হবেন কি না, তা ঠিক করার।
চলে যেতেই পারেন। শুধু এইটুকুই বলার যে যতক্ষণ আছেন, একটু খোলাখুলি সমালোচনা করুন। কোন পোস্ট পছন্দ না হলে সেখানে লিখুন। নাম প্রকাশে অনিচ্ছুক হলে মেসেজ করে জানান। কথা দিচ্ছি, আপনার আইডেন্টিটি ডিসক্লোজ না করেই লেখক/লেখিকার কাছে সমালোচনার বার্তাটি পৌঁছে দেব। পেজ সম্পর্কেও কিছু বলার থাকলে মেসেজ করুন ইনবক্সে, অথবা ইমেলে জানান। ব্যক্তিগত দিক থেকে বলি, সমালোচনাকে সমালোচনা হিসেবে নেওয়ার মতো মানসিকতা রয়েছে আমার। তাই নির্দ্বিধায় আমায় জানাতে পারেন। আমি আপনাকে প্রকাশ্যে বা আড়ালে কোনভাবেই হেয় করবোনা।
কিন্তু জানান। না জানিয়ে চলে যাওয়া এবং তারপরে বাইরে গিয়ে সমালোচনা করাটা আমার মনে হয় ঠিক না। যেহেতু আমরা সকলে এক নৌকার সহযাত্রী, তাই কোথাও কিন্তু আত্মিক একটা টান থাকে। বলুন তো, is it a good thing to wash dirty linen in public? না তো?
পেজের ইমেল আইডি saampaan.emagazine@gmail.com
No comments:
Post a Comment