হঠাৎ কী যে হল,
মাত্রারা সব মাত্রাতিরিক্তভাবে
এসে জড়ালো বর্ণরাজির সাথে।
তারপর...
তারপর কথার পিঠে জমল অনেক কথা।
শব্দের পরে যোগ হল শত শব্দ।
সৃষ্টি হল ভারি ভারি সব গাঁথা।
কিন্তু হায়, ক্ষণজন্মা হল না যে তারা।
সেই ঊষাকালে জন্ম নিলো আরো এক নতুন অনুভূতি।
আদর করে নাম দিলাম তারে "অভিমান"।
No comments:
Post a Comment