Tuesday, July 11, 2017

ভাই ও মামণি

- এ ভাই ব্যাস্ত আছিস?
- না। বসে বসে ইউটিউবে ঢিনচ্যাঁক পূজার ভিডিও দেখছি।
- চল একটু ফিনিক্স মল থেকে হাওয়া খেয়ে আসি। হোস্টেলে হেব্বি গরম লাগছে।
- আরে না, ৫০টা এসাইনমেন্ট আছে কারেক্ট করতে হবে। গাইডগুলো তো ব্যাটারা করতে দিয়েই খালাস। বাচ্চাকাচ্চাগুলোর উইকেন্ড মারে। তারপরে আমাদের মারে। আর ওদিকে দেখো, নিজেরা এই রিসোর্ট সেই পার্ক করে বেড়াচ্ছে। যতসব। জালি সিস্টেম।
- ভাই ওইসব কাঁদুনি গেয়ে কোন লাভ নেই। মাস গেলে ওই যে স্টাইপেন্ডটি ঢোকে, তার জন্য একটু ঘাম ঝড়াতেই হবে।
- শালা মাথা গরম করিস না আমার। কাজ করতে দে।
- আরে এসে কাজ করবি। চল ফিনিক্সে। চোখের আরাম করে আসবি। সারাক্ষণ ওই #include <stdio.h> আর #include<math.h> করে করে তো পচছিস। একটু বসন্তের হাওয়া বাতাস খা। মন মেজাজ ফুড়ফুড়ে হয়ে যাবে।
- তুই শালা বহুত ঘ্যানরঘ্যানর করিস ভাই। আচ্ছা আসছি দশ মিনিটে। গেটে দাঁড়া।




(মলে গিয়ে)

- ভাই আজ এত ভিড় কেন? চারিদিকে তো শুধু ক্যাচর ম্যাচর।
- আরে End of season sale চলছে কিনা।
- সব কিছুতেই ডিস্কাউন্ট দিচ্ছে নাকি? 
-  আরে একটু ভালো করে খুঁজলে পরে সেলেও ভালো আইটেম পাওয়া যায়। চল ভাই ফুড কোর্টে বসি। মন ভরে খাই।


- ভাই ছটা কুড়ি দেখ।
- আরিব্বাস, এ তো পুরো ঝিঙ্কু!
- তাহলে? হে হে। এমনি এমনি আসতে বললাম এখানে?
- ভাই KFC'র সামনেটা একবার  দেখ। পুরো বৌদি!
- চোখ ভালোই ট্রেন্ড হয়ে গিয়েছে দেখছি!
- তা গুরুদেব থাকলে শিষ্য একটু আধটু শিখবে না? 
- বুকে আয় ভাই, বুকে আয়।  

No comments:

Post a Comment