সরযূঃ পুঁটি আজ তোর ক্লাস কখন শেষ হবে?
পুঁটিঃ ওই একটা নাগাদ। Environmental Scienceএর ক্লাস শেষ হলেই ছুটি।
সরযূঃ ও এই সপ্তাহে বুঝি তোর পালা প্রক্সি দেওয়ার?
পুঁটিঃ হুম।
সরযূঃ বলছি আজ তারপরে শপিং করতে যাবি?
পুঁটিঃ আজকে? ভিড় হবে তো দোকানে।
সরযূঃ তা হবে, কিন্তু আর সময়ই বা কখন বল? তুই বলছিলি যে কুর্তি বানাবি কয়েকটা। দর্জির দোকানে কিন্তু মনে হয় এই আর সপ্তাহ খানেক অর্ডার নেবে।
পুঁটিঃ সে তো month end অবধি নেবে। এখন তো সবে mid month ও না। এত তাড়া কেন?
সরযূঃ আরে যত দিন যাবে স্টক কমবে আর ভিড় বাড়বে। চল না প্লীজ, আমিও তাহলে আমার শপিং করতাম।
পুঁটিঃ আচ্ছা বেশ। কিন্তু বাইরে খাব তার আগে।
সরযূঃ কোথায়?
পুঁটিঃ আগে বল কোথায় যাব শপিংএ?
সরযূঃ নিউ মার্কেট? নাকি দেশপ্রিয়? বিষ্ণুপ্রিয়াতে কিন্তু ভালো মেটিরিয়াল পাবি। সেই সুবাদে গড়িয়াহাট চত্বরও covered হয়ে যাবে।
পুঁটিঃ ওকে। তাহলে দেশপ্রিয় হোক। কোথায় খাব বল? Do you have anything in mind? নইলে আমি zomato দেখব।
সরযূঃ হাতারি?
পুঁটিঃ ওহ মা কতবার বলব ওটা হাতারি না, হাটারি!!!
সরযূঃ ওই একই হল। চল ওখানেই যাই। চাইনীজ খেলে আমার হজমের কম প্রব্লেম হবে।
পুঁটিঃ চাইনীজ খাবে তো তাহলে কিমলিতে চল। একবার স্কুলের বন্ধুদের সাথে গিয়েছিলাম, ভালোই ছিল।
সরযূঃ ওকে। তবে আমি exact locationটা জানিনা। তুই তাহলে গড়িয়াহাট মোড়ে চলে আসিস। I will meet you there. আনন্দমেলার সামনে।
পুঁটিঃ ঠিক আছে। আমি বাস পেয়ে তোমায় মেসেজ করে দেব।
সরযূঃ আচ্ছা। কটা কি কুর্তি বানাবি ভেবে রাখিস, সেই অনুযায়ী কাপড় নিতে হবে। আমিও আমার লিস্ট করে নেব।
পুঁটিঃ ওকে মা। আমি যাচ্ছি। বাই।
সরযূঃ উফফ, কতবার বলব, যাচ্ছি বলবি না। বল আসি।
পুঁটিঃ Whatever!
No comments:
Post a Comment