- রাহুল আমার মনে হয় আমাদের ব্রেকাপ করে নেওয়াই ভাল। এইভাবে আর চলছেনা।
- ওরকম বললে কি করে হয় অপা?
- দেখো লাস্ট পাঁচ মাস ধরে আমরা প্রতিদিন ঝগড়া করেছি। আমাদের মধ্যে আর সেই আগের বোঝাপড়াটাই নেই।
- দেখো সব কাপলের মধ্যেই এরকম একটু আধটু লেগেই থাকে, তা বলে কি আমরা হাল ছাড়লে হবে?
- আমরা চেষ্টা করেছি তো বল, করিনি?
- দশ বছরের সম্পর্ক এরকম পাঁচ মাসের ঝগড়ায় কাটেনা। আমার মনে হয় আমরা যদি আরেকটু এফোরট দিই, তাহলে ঠিক সমস্ত প্রব্লেম সরটেড হবে।
- লং ডিস্টেন্সে হয় না। সারাক্ষণ আমরা খিটিমিটি করে চলেছি।
- অপা আমার মনে হচ্ছে অন্য কিছু ব্যাপার। ঠিক করে বল তো, ব্যাপারটা কি?
- কিছু না, রাহুল।
- অপা...
- বলছি তো কিছু না।
- শোনো এতদিন ধরে চিনি, গলার স্বরেই বুঝে যাই কখন কি চলছে তোমার মনে। প্লীজ আমায় বলো।
- There's someone else in my life now
- কে? অভীক তো?
- কি করে জানলে?
- বললাম তো, আমি সব টের পেয়ে যাই।
- হুম। শোনো, আমার মনে, দুজনের ভালোর জন্যই আমাদের আর যোগাযোগটা বন্ধ করতে হবে। নইলে none of us can move on in life।
- দেখো অপা আমি কোনোদিনও তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছু বলিনি। আজও তার ব্যাতিক্রম হবেনা। কাজেই তুমি যা বলবে। শুধু আরেকবার বলব। ভেবে দেখো।
- আমি ঠিক করে ফেলেছি রাহুল। ভালো থেকো।
- বেশ, তুমিও।
*****************************************************************************
- এবারে বল, কি হল যে এরকম হুঠ করে আমায় ডেকে আনলি?
- জানিস আজ অপা ফোন করেছিল।
- এই না তোরা ব্রেকাপ করে নিয়েছিলি আর কোন যোগাযোগ রাখার কথা ছিল না?
- তাইই আছে। ও বিয়ে করছে। ওর কলিগ অভীককে। বিয়ের নেমন্তন্ন করতে কল করেছিল।
- তুই কি বললি?
- বারবার করে বলল যেতে।
- তুই নিশ্চয়ই গলে জল হয়ে গেলি?
- বলেছি চেষ্টা করব।
- রাহুল আমি তোকে খুন করব যদি তুই যাস।
- কেন? প্রাক্তন প্রাক্তনের জায়গায়, মটন বিরিয়ানি বিরিয়ানির জায়গায়। জানিস আমার পছন্দের মেনু করেছে।
- তুই বাজে কথা বলা বন্ধ করবি গাধা কোথাকার?
- আরে সাথে চিকেন রেজালা, ভেটকির তন্দুরী, রাবড়ি আর মালাই চমচমও আছে।
- শালা, নাটক হচ্ছে? তুই গেলে না দেখ তোর ঠ্যাঙ খোঁড়া না করি তো আমার নাম পাল্টে ফেলব।
- কি নাম রাখবি, ঠিক করে ফেল। কারণ আমি যাবই!
- রাহুল!
- হরিদাস পাল কেমন হবে?
- তুই শুধরোবি না। নে দু পেগ গলায় ঢাল।
********************************************************************************
- রাহুল কি করছিস?
- কি আবার করব? কি হয়েছে বল তো? উইকডেতে ভর সন্ধ্যেবেলা কল? সব ঠিকঠাক?
- না, আসলে আজ অপার বিয়ের তারিখ কিনা, তাই।
- ও তাই খোঁজ নিচ্ছিলি যে আমি কলকাতা গেছি না এখানে পড়ে আছি?
- উফ। তোর মন মেজাজ কেমন আছে, সেটা জানতে কল করলাম।
- আমি হেব্বি আছি বস। একটা ডেট আছে, সেখানে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম ভাই।
- সত্যি?
- হ্যাঁ রে।
- কার সাথে?
- অফিস কলিগ, রিচা।
- বাওয়া! যাও যাও! এনজয় গুরু! এক্স এখনো মিসেস হল না আর মিস্টার চলল ডেটে! হেব্বি ব্যাপার। প্রাউড অফ ইউ ভাই।
- হ্যাঁরে কেউ ফেসবুকে কোন ছবি দিল টিল?
- ডেটে যাচ্ছ, যাও না। আবার ছবি দিয়ে কি হবে গুরু?
- আসলে অপাকে কনে সাজে দেখার খুব ইচ্ছে ছিল কিনা। মনে মনে কতবার যে কল্পনা করেছিলাম ওকে, লাল বেনারসী, গোল্ডেন ভেল...
- ব্যাটা তুই সত্যি ডেটে যাচ্ছিস তো?
- হ্যাঁ, যাচ্ছি।
- তো যা। আর হ্যাঁ, ফেসবুকে কোন আপডেট নেই।
- ঠিক আছে। পরে কথা হবে। রাখলাম।
অন্ধকার ঘরে হাতে whiskeyর গ্লাস্টা নিয়ে বসল রাহুল। সি ডি প্লেয়ারে এই নিয়ে বোধহয় ১৫ নম্বর বার বাজা শুরু হল " তুঝে ইয়াদ না মেরি আয়ি"।
*************************************************************
No comments:
Post a Comment