- মিঠি তুমি ড্রাইভ করবে তো?
- আর নইলে কে করবে? বসে বসে তো একের পর এক গ্লাস whiskey সাঁটালে।
- হুম, অনেকদিন পরে। বেশ ভালো মুড এসছিল।
- আমিও খুব এঞ্জয় করেছি।
- yeah, it was a good party.
- চল চল, অনেক বেজে গিয়েছে। মালতী দি তো আবার সেই ঠিক ছটার সময় এসে বেল বাজাবে। By the way, কাল কিন্তু তোমার turn দরজা খোলার।
- হুম।
***************************************************************************
মিঠি আর রাহুল বাড়ি পৌঁছেছে খানিকক্ষণ হল। রাহুল বিছানায় বালিশে হেলান দিয়ে বসে ফোন নিয়ে কিছু একটা করে চলেছে অনেকক্ষণ ধরে। মিঠি ড্রেসিং টেবিলের সামনে বসে করছে তো রূপচর্চা। তবে চোখ কিন্তু আয়নাতেই, তখন থেকে রাহুলের ওপর নজর।
- এই তখন থেকে কি করে চলেছ বলো তো?
- এমনি একটু ফেসবুক করছি।
- কার সাথে চ্যাট করছ?
- ও অনেকের সাথেই। কেন?
- কে কে বল তো?
- উফ মিঠি, খুব বোকা বোকা হচ্ছে কিন্তু। এরকম করে জেরা করে নাকি কেউ? তাও আবার এত পুরনো বর কে?
- শোনো ওই পুরনো বরের হাবভাব যদি সন্দেহজনক ঠেকে, অবশ্যই জেরা করব। এটা আমাদের নৈতিক দায়িত্ব।
- ও হরি। এই একই কাজ যদি আমি করতাম, তাহলে তো তোমরা একেবারে সোশাল মিডিয়ায় ঝড় তুলতে। মেয়েদের স্বাধীনতায় হস্তক্ষেপ ব্লা ব্লা ব্লা।
- সে করতামই তো। আমাদের রাইট আছে।
- কি অদ্ভুত! আর আমাদের কেন রাইট থাকবে না?
- উফ রাহুল। তর্ক বন্ধ কর তো। আগে বল কার সাথে চ্যাট করছ?
- ওই তো আশিস, পুলক আর রাজর্ষি।
- আর?
- আর কেউ না।
- আবার মিথ্যে?
- আহা মিথ্যে বলছি না ডার্লিং।
- সুলগ্নার সাথে কথা বলছ না?
- কি হল? বল?
- আরে না বাবা। এসে দেখে যাও বিশ্বাস না হলে।
- আমি ওরকম লেভেলে নামিনি এখনো রাহুল।
- তাহলে এতক্ষণ জেরা করে গেলে যে?
- শোনো এই বয়সটা ঠিক ভালো না। চোখে চোখে রাখতে হয় বরদের।
- উফ। You and your silly সানন্দা।
- কিচ্ছু ভুল লেখেনা। দেখলামই তো আজ পার্টিতে।
- কি দেখলে? ল্যা!
- সারাক্ষণ একেবারে সুলগ্নার পাশে চিপটে চিপটে ছিলে না?
- ওমা, সুলগ্না একা ছিল নাকি। ওর বরও তো ছিল।
- তারপরে ডিনারের সময়ে সেজলের সাথে ওই ন্যাকা ন্যাকা কেম ছো!
- সেজল CRYতে আছে। আমাদের CSRএর ব্যাপারে কথা এগোচ্ছিলাম। অফিসে গিয়ে শান্তনুকে বলে দেবো কন্ট্যাক্ট মেন্টেন করতে।
- আর কৌশাণি?
- well...you know না...
- কি well?
- আহা তার মানে গোটা পার্টিটা তুমি শুধু আমার ওপর spy করেই কাটালে মিঠি?
- spy কেন করতে যাব। just নজরে আসছিল।
- এ বাবা, রজত, স্যামুয়েল... এদের পাত্তাই দিলে না। আমি ভাবলাম...
- idiot!!!
- এবার পেলে তো?
- কি?
- Dose of your own medicine?
- আর কৌশাণি?
No comments:
Post a Comment