পুঁ: Ma what was that???
স: কেন কি করলাম?
পুঁ: কি করোনি সেটা বল! এই একটা প্রোগ্রাম শিডিউল হল??
স: পঞ্চমীতে আনন্দমেলা, ষষ্ঠীতে উদ্বোধনী। সপ্তমী টু নবমী সাংস্কৃতিক। এর চেয়ে বেশী কি হবে?
পুঁ: মা where' the DJ? Where's the Dandiya???
স: DJ Dandiya দুর্গাপুজোয় কেন হবে? শোন, আমরা বাঙালী, কালচারে নেই ওসব।
পুঁ: But মা, আমার কলেজের বন্ধুরা অবাঙালি। ওরা এত excited পুজো নিয়ে। ওরা
কি দেখবে এসে? এরকম একটা bland lifeless programme!! কোন নাচগান নেই
কিছুনা।
স: গান নেই? এত আর্টিস্ট আছে তালিকায়, তাদের গানে গলা মেলাও। ব্যান্ড আছে, নাচ। আর শোন পুঁটি, ওরা পুজো দেখতে চায়, পুজো দেখা। বাঙালী
অনুষ্ঠানে গুজরাটি নাচ কেন হবে? অদ্ভুত বোকাবোকা expectation তোর।
পুঁ: ওই তো যত performers, কিশোরকণ্ঠী লতাকণ্ঠী। আর ব্যান্ড, হাসালে!!!
স: যা বাজেট, এতে এর বেশী হবেনা। This is not some politician's
patronised পুজো। পছন্দ হলে থাকবে, নইলে না। ছোট থেকে বড় হলে এই পুজোয়,
প্রথম স্টেজ শো এখানে আর দুই মাস কলেজ যেতে না যেতেই যত পাখনা। This is
very uncool পুঁটি।
পুঁ: এরকমভাবে react করছ কেন? I'm not criticising you and the Pujo. All I am saying is কি একটু modern হও।
স: Modern হওয়া মানে নিজের ঐতিহ্য ভোলা না। যেই ডাণ্ডিয়া ডাণ্ডিয়া করে
লাফাচ্ছ, গুজরাটিরা কি তোমার কথামত modern হয়ে ধুনুচি নাচ করছে? Be proud
of your roots পুঁটি। কিছু কিছু ব্যাপারে সাবেকিয়ানা বেশী মানায়। বেহালার
ঠাকুর আর কসবার ঠাকুর কে কি হল, hardly a month মনে থাকে। কিন্তু
বাগবাজারের ডাকের সাজ, that is the epitome of ভক্তি। অনেকগুলো কথা বললাম,
এবার যা পারো কর। সামনেরবার থেকে না হয় young brigade পাড়ার পুজোটা
সামলিও। We will gladly hand over the reins.
No comments:
Post a Comment