Friday, July 21, 2017

পিতা পুত্রী উবাচ ৩

বেশ কিছু বছর আগের কথা। সেই বছর ভারত পাকিস্তান বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছিল। ছোট্ট মেয়েটা খুব দাঁতের যন্ত্রণায় ভুগছে। অথচ ডেন্টিস্টের কাছে দ্বিতীয় দিন আর কিছুতেই যেতে চাইছেনা, যদি দাঁত তুলে দেয়।


- পুচু বাবা ওরকম করে না। ডাক্তারের কাছে যেতে হবে তো।
- না। দাঁত তুলে দেবে। আমি যাব না। ব্যাথা লাগবে।
- আরে না না। কে বলেছে দাঁত তুলবে?
- আমি জানি।
- না রে বাবা। দাঁত তুলবে না। একটু জাস্ট নাড়াচাড়া করবে।
- ব্যাথা লাগবে।
- উহু। আগে একটু ক্রিম লাগাবে মাড়িতে। অবশ করে দেবে জায়গাটা।
- উ।
- তারপরে কুট কুট করে একটু ফোটাবে, একটুও লাগবেই না।
- পিঁপড়ে কামড়ানোর মতও না?
- একটুও লাগবে না। বুঝবিই না।
- উ।
- তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে দেখবে। ব্যাস।
- শেষ?
- একদম। ব্যাথা ভ্যানিশ!


সত্যি সত্যিই ডাক্তার এই জিনিসগুলিই করেছিল। শুধু শেষের নাড়াচাড়াতে affected দাঁতটি তুলে দেয়। ছোট্ট মেয়েটার দাঁত তলার ভয় উপেক্ষা করে ব্যাথা কমে যায়।

অনেক বছর পরে রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে গিয়ে খুব মিস করছিল বাবার এই গল্প!

No comments:

Post a Comment