Tuesday, July 11, 2017

দিল কা আলাম

- বুঝলি ভাই, আর বেঁচে থেকে কোন লাভ নেই।
- উফ, নাটক শুরু হল আবার।
- নাটক বলিস না রে। তোর পারমিতা আছে, তুই আর কি বুঝবি।
- শোন লঙ ডিস্টেন্সের অনেক চাপ।
- চুপ কর, দিনের শেষে একবার তো ফোনে কারুর সাথে কথা বলতে পারিস। আমার তো ভীষ্ম পিতামহ কেস হয়ে রয়েছে। শালা যাকেই মনে ধরে, সেই ব্যাটা নাকি কমিটেড। এদিকে দেখো যে ছেলেকেই জিজ্ঞেস করি, সেই বলবে তার গার্লফ্রেন্ড নেই। লজিকটা কি বস?
- তোর স্যামপ্লিংটা ঠিক হচ্ছেনা। কত করে বললাম টিন্ডার জয়েন কর। একদিন কি খুটুর খুটুর করলি, ব্যাস, আনইন্সটল। অত তাড়াহুড়ো করলে হয় নাকি? কষ্ট করলে তবে কেষ্ট, থুড়ি রাধিকা মেলে।
- ওসব ছাড়। তোর হাতে কোন স্টক আছে কি না বল।
- শালা আমায় কি চুণীবাবু পেয়েছিস নাকি? স্টক আবার কি?
- আরে ধুর গাধা। ওষুধ আছে কি জিজ্ঞেস করছি।
- পুড়িয়া না মাদার টিঙ্কচার?
- যা হোক হলেই হবে। রক্তে ওষুধ গেলেই হল।
- চলে আসিস রাত্রে ঘরে। জার্মান মাল আছে। ওসব ব্যাথা ফ্যাথা উবে যাবে!

No comments:

Post a Comment