Friday, July 21, 2017

পিতা পুত্রী উবাচ ২

#পিতা_পুত্রী_উবাচ

২।

- ফোন কোনটা কিনবি, ঠিক করলি?
- হুম। স্যামসাং।
- ব্যাটারি ট্যাটারি দেখে কিনিস। আবার সেই স্যামসাং?
- এটা ভালো। এই দামে আর অল্টারনেটিভ বলতে ওই চাইনিজ গুলো।
- না না ওসব নিতে হবেনা। তাহলে স্যামসাং ভালো। নিয়ে নে।

(পরের দিন)
- অর্ডার করে দিই?
- হ্যাঁ দাও।

(তারপরের দিন)
- ধুর ভাল্লাগছেনা।
- কেন আবার কি হল?
- পুরনো ফোনটা আর ব্যাবহার হবে না...
- কেন? ওটাও থাকবে। ওতে টম খেলিস।
- রজনীও তাই বলছিল।
- দেখ। কি সুন্দর চিন্তা করে।

(যেদিন ফোন এলো)

- নতুন ফোন থেকে টাইপ করলাম মেসেজ।
- ও ওই জন্যই এত পরিষ্কার এলো লেখাটা :P

(সেদিন সন্ধ্যেবেলা, কাঁদো কাঁদো গলায়)

- কিরকম একটা লাগছে। মনে হচ্ছে যেন পুরনো ফোনটাকে ডাম্প করলাম।
- কেন, ও তো থাকলই।
- না use তো করছি না আর। কিরকম মনে হচ্ছে ওর সাথে treachery করলাম। রস নিংড়ে ফেলে দিলাম ছিবড়েটা।
- সব সময় মাথায় রাখো যে ওটা মায়ের জন্য জমিয়ে রাখছ*। ব্যাস! সেই ভেবে যত্নে রেখো।
- এটা ভালো বললে।

#এলোমেলো

পুনশ্চঃ সেই ফোনটি মনে হচ্ছে কোমাচ্ছন্ন।

* আমার মাতৃদেবী স্মার্টফোন ব্যবহার করতেই চান না এক্কেবারে। নিতান্তই একটু অয়াটসআপ আর টকিং টম খেলেন। তাই আমার বাতিল ফোনগুলি মায়ের কপালেই জোটে। (না না, মা কে বেটার ফোনও দিই।)



No comments:

Post a Comment