পুঁটিঃ খাওয়া শেষ হয়েছে আধ ঘণ্টা আগে, এখনো তুমি একটু এসে বসতে পারলেনা মা?
সরযূঃ দাঁড়া, কাজগুলো সেরে নিই, তারপরে বসব।
পুঁটিঃ কি কাজ? বাসন তো মেজেও দিয়ে গেল।
সরযূঃ আরে তরকারি পাতি তুলে রাখতে হবে না ফ্রিজে?
পুঁটিঃ পরে তুললে কি হয়?
সরযূঃ নষ্ট হয়ে যাবে।
পুঁটিঃ ওই করেই গেলে তুমি।
সরযূঃ কটা বাজল? ও সোয়া দুটো বেজে গেল? একটু DD Banglaটা দে না। আজকের রান্নাটা দেখব।
পুঁটিঃ কেন একটু তারক মেহতা দেখছি, দেখিনা।
সরযূঃ আরে সারাদিন তো দেখছিস একই। আর বল এটা আগে দেখিসনি?
পুঁটিঃ হ্যাঁ দেখেছি, তাও বারবার ভালো লাগে।
সরযূঃ ঠিক আছে, আবার দেখিস। আমায় দশ মিনিট ছেড়ে দে। প্লীজ?
পুঁটিঃ ঠিক আছে। দেখো। যদিও দেখেও তো কোন লাভ হয়না। কখনো তো করোনা।
সরযূঃ Ingredients easily available হলে করব!
পুঁটিঃ আজকেই দেখি যা শেখায়, তা কর কি না। Baked fish croquetএর তো সমস্ত ingredientsই বাড়িতে আছে।
সরযূঃ এমন করছিস যেন কোনদিনও কিছু ভালো মন্দ রেঁধে খাওয়াই না। আর যতই গালভরা নাম দিক না কেন, করছে তো ওই সাবেকি মাছের চপ। যতসব।
(বলাই বাহুল্য যে রাত্রে কালোজিরা দিয়ে আলু পটলের পাতলা মাছের ঝোলই হয়েছিল, রোজের মত। মাঝখান থেকে পুঁটি মিস করে গেল ওর দশ মিনিট সিরিয়ালের। )
No comments:
Post a Comment