Friday, July 7, 2017

সরপুঁটি ৩


সরযূঃ পুঁটি আকাশের অবস্থা ভালো না, ছাতা নিয়ে বেরো বলছি।
পুঁটিঃ হুম ঠিক আছে, দেখছি।
সরযূঃ দেখছি আবার কি? ভিজে তারপরে জ্বর বাধাবি নাকি?
পুঁটিঃ আরে আজ ব্যাগ খুব ভারী। পিঠে ব্যাথা হয়ে যাবে।
সরযূঃ হাতে করে নিয়ে যাও।
পুঁটিঃ দেখছি।

সরযূঃ সেই নিয়ে গেল না। উফফ। মেয়েটাকে নিয়ে পারা যায় না আর।




SMS:
সরযূঃ পুঁটি খুব জোর বৃষ্টি আসছে মা, ছাতা নিয়ে যাসনি। আজ আর ক্লাস করতে হবেনা। চলে আয়।
পুঁটিঃ মা প্র্যাক্টিকাল আছে অনার্সের, কি করে বাঙ্ক করব?
সরযূঃ কিচ্ছু বলার নেই।
পুঁটিঃ তুমি কাজ করো, এত ভাবতে হবেনা। বাই। ক্লাসে আছি। Talk to you later.




সরযূঃ পইপই করে বললাম ছাতা নিয়ে বেরো, নিয়ে গেলিনা। আগে আসতে বললাম, এলি না। আমার কথার যেন কোন দাম নেই। এরপর ঠাণ্ডা লেগে বুকে কফ জমলে কে দেখবে? যত ঝামেলা তো আমাকেই পোহাতে হবে।
পুঁটিঃ সরি মা। শীত করছে। একটু প্লীজ কফি করে দাও, স্ট্রং বানিয়ো।
সরযূঃ যা আগে ভালো করে গরম জলে স্নান করে হাত পা মাথা শুকনো করে মোছ। Geyser চালিয়ে রেখেছি।
পুঁটিঃ আসছি মা।
সরযূঃ নে তোর স্ট্রং কফি। খেয়ে বল আর কফি add করতে হবে কিনা। বেগুনী দিয়ে শুরু কর, আমি পেঁয়াজি গুলো ভেজে আনছি।
পুঁটিঃ মা you are the best! Thank you. তুমিও এসো, একসাথে খাওয়া যাবে।

No comments:

Post a Comment