Friday, July 7, 2017

সরপুঁটি ৪

পুঁটিঃ কি করছ মা?
সরযূঃ এই একটু ফেসবুকটা খুললাম। পলি বলল ওর মেয়ের কাছে বেড়াতে গিয়েছিল, সেই ছবি নাকি পাঠিয়েছে আমায়। দেখব তাই।
পুঁটিঃ ও আচ্ছা।
সরযূঃ পুঁটি দেখ তো একবার। কি করে পাব ছবি? 
পুঁটিঃ দাঁড়াও। কই তোমায় তো কোন মেসেজ করেনি।
সরযূঃ তাহলে যে বলল ফেসবুক দেখো, ছবি পাঠালাম?
পুঁটিঃ এই দেখো, পলি মাসী নিজের wallএ share করেছে। তুমি ফ্রেন্ড লিস্টে আছ, তাই দেখতে পাবে। not তোমায় privately পাঠানো।
সরযুঃ ও। অত বুঝিনা।
পুঁটিঃ তোমায় কতবার করে শেখাব বল তো? এই তো লাস্ট উইকেও বললাম। কারুর প্রোফাইলে কি করে যেতে হয়, কিভাবে লাইক কমেন্ট করে, কি করে নিজের ওয়ালে কিছু দিতে হয়। সব ভুলে যাও!
সরযূঃ আরে মনে থাকেনা। ধুর আমার একাউন্ট ডিলিট করে দে।
পুঁটিঃ প্র্যাকটিস করো, কিছু হাতি ঘোড়া না ফেসবুক। দিব্যি পারবে। জাস্ট নার্ভাস হোয়োনা।
সরযূঃ হুম। দেখি।
পুঁটিঃ এই যে দেখো, এই ছবিটা যেমন খুব সুন্দর। লাইক বা কমেন্ট করে দাও।
সরযূঃ এহ, না। পলিকে কিরকম একটা লাগছে। থাক।
পুঁটিঃ আহা দেখো সবাই কিরকম আহা উহু করেছে, তুমি করলেও মাসীর ভালোই লাগবে।
সরযূঃ থাক। তুই যা করছিস, কর।

(খানিকক্ষণ পরে)

পুঁটিঃ এ কি মা! পঞ্চাশটা নোটিফিকেশন!!!! আর সবই তোমার লাইক আর কমেন্ট।
সরযূঃ হ্যাঁ তো ভালো লাগল। ছোটবেলার ছবি তোর, কি মিষ্টি লাগছিলি। তাই লাইক  ও কমেন্ট করলাম।
পুঁটিঃ উফফ মা। ওমনি দেখো সোমদত্তা উলটে কমেন্ট করেছে। ব্যাস, এবার গোটা ব্যাচ স্টার্ট করে দেবে।
সরযূঃ তা করুক!
পুঁটিঃ নাহ। কিরকম ক্যাবলা বোকা মার্কা লাগছে আমায়। এখনের আমির সাথে খাপ খায় না।
সরযূঃ তাহলে রেখেছিস কেন? ডিলিট করে দিলেই পারতি!
পুঁটিঃ আরে অনেক আগে দেওয়া। সবাই ভুলেও গিয়েছিল, including আমি। তুমি টেনে আনলে মহেঞ্জোদারো থেকে!!!
সরযূঃ তো ভালোই তো, দেখই না কোন archaeologistএর পছন্দ হয় কি না! By the way, Hemang Patelটি কে? সব ছবিতেই একেবারে heartএর বন্যা বইয়ে দিয়েছে দেখছি ইদানীং!!
পুঁটিঃ He is a classmate.
সরযূঃ ও। পাটেল। গুজরাতি। ডান্ডিয়া। এইবারে বুঝলাম!
পুঁটিঃ মা!!!!!!! 

No comments:

Post a Comment