Wednesday, July 5, 2017

সরপুঁটি ১



পুঁটিঃ Ma do you mind giving me the cold shoulder please?
সরযুঃ cold shoulder? কেন রে? তোকে হঠাৎ cold shoulder দিতে যাব কেন?
পুঁটিঃ আরে আমি চাইছি বলে!
সরযুঃ খামোখা চাইছিসই বা কেন?
পুঁটিঃ আরে দরকার, তাই।
সরযুঃ আহা তোর সাথে কি আমার কোন ঝগড়া হয়েছে বল?
পুঁটিঃ ঝগড়া কোত্থেকে এলো মা?
সরযুঃ তা মন কষাকষি না হলে বেমক্কা cold shoulderএর প্রশ্ন আসছে কেন? কেন মা হয়ে তোকে আমি কথা নেই বার্তা নেই cold shoulder দিতে যাব?
পুঁটিঃ উফফ মা! cold shoulder is the top that I bought last week. তাকিয়ে দেখো, তোমার পাশে রয়েছে বিছানায়। ওটা দিতে বলছি তো তখন থেকে।
সরযুঃ বললেই হল? এখন কথা ঘোরাচ্ছিস কেন? আমি english এ MA, বুঝেছ? আমায় idioms শেখাতে এসো না।
পুঁটিঃ আরে বাবা। নিজের নামের মত নিজের backdated চিন্তাধারাটা পালটাও তো। Cold shoulder একটা নতুন স্টাইল, যেমন bell-bots, তেমন। তোমার এই প্রাচীন চিন্তাধারার জন্য nickname ও দিয়েছও কেমন দেখো... পুঁটি। নিজেও দেখো নিজের নামঃ স-র-যু।। উফফ। Disgusting!
সরযুঃ এইটে? আমি তো ভাবলাম বুঝি হাতের কাছে সেলাই খুলে গিয়েছে, আমায় মেশিনে সেলাই করে দিতে রেখেছিস বের করে। এও আবার স্টাইল?? তা হাত কাটা জামা পড়লেই হল! এরকম hybrid পদার্থের কি দরকার?
পুঁটিঃ মা আসলে আমার তো killer eyes এর জায়গায় pillar arms, তাই পুরো sleeveless পড়তে সাহস পাইনা। hence, the cold shoulder.
সরযুঃ কত কি যে দেখতে হবে। বাবা রে। আর হ্যাঁ, আমার নাম নিয়ে কি বললি রে? backdated?? আমার নাম সা-রা-য়ু। আর তুমি কিনা ছোট থেকে পুঁটি মাছ ছাড়া খেতে না, তাই তোমার এমন ডাকনাম। বুঝেছ? ভারী এসছে আমার modern মেয়ে। হুহ!

No comments:

Post a Comment