Tuesday, March 12, 2019

বসন্ত এসে গেছে


অফিস থেকে ফিরে রুমুন দেখল অগ্নি বেশ ফুরফুরে মেজাজে রয়েছে। মনে হয় বসের সাথে মিটিংটা ভালোয় ভালোয় মিটেছে। ঘরে ঢুকে দেখল ও গুনগুন করে গান গাইছে। একটু কাছে আসতে কানে এলো জনপ্রিয় গান, "বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা..."
একটু হেসেই রুমুন জিজ্ঞেস করলো, "কী ব্যাপার? গান ধরেছিস যে?"
অগ্নি গান না থামিয়েই হেসে মাথা নাড়ে।
রুমুন বলতে থাকে, "অবশ্য তোর আর দোষ কী? বসন্ত কাল। দক্ষিণের বারান্দা থেকে বেশ একটা ঠাণ্ডা বাতাস বইছে। আমারই গান পাচ্ছে!"
তখনই ফ্ল্যাটের কলিং বেলটা বাজল। অগ্নি "আমি দেখছি" বলে মোবাইলটা হাতে উঠে গেলো দরজা খুলতে।
মিনিট দুয়েক পর অগ্নির গলা শোনা গেলো, "এদিকে চলে আয়। এইবারে বুঝবই গানের তাৎপর্য।"
"কী হয়েছে?" জিজ্ঞেস করতে করতে রুমুন বেরিয়ে এসে দেখে ডাইনিং টেবিলে ফুড ডেলিভারি অ্যাপের প্যাকেট থেকে দুটো বড় বাক্স বের করছে অগ্নি।
"নে, দুটো বড় প্লেট নামা। এইবারে সত্যিই "বসন্ত এসে গেছে"।"
রুমুন একটু ভেবলে তাকিয়ে রইল।
"আরে, বুঝছিস না? ফিস কবিরাজি অ্যান্ড চিকেন কাটলেট। স্ট্রেট ফ্রম বসন্ত কেবিন।"
রুমুন এবার হেসে কুটিপাটি। বলল, "ও হরি! এতক্ষণে বুঝলাম!"

No comments:

Post a Comment