Tuesday, March 5, 2019

সংলাপ

এলার্মের শব্দ।
- কীরে তখন থেকে এলার্ম বাজছে। বন্ধ কর।
- উমম।
- কীরে?
- হুম।
- উফ। সেই আমাকেই ওঠালি।
- উম।
- একী, সবে পাঁচটা বাজে। গাড়ি আসবে সাড়ে ছটায়। আর তুই এত আগের এলার্ম দিয়েছিস?!
- তুই যাতে তাড়াতাড়ি রেডি হয়ে নিস। সাড়ে পাঁচটার মধ্যে তুই তৈরি হয়ে নে। আমি ততক্ষণ আরেকটু ঘুমিয়ে নিই।
- কী আহ্লাদ আবদার।
- শাড়ি পরাবি তো আমায়।
- শাড়ি পরাবো মানে?
- মানে কুচি আঁচল ধরে দিবি।
- শাড়ি পরবি কেন হঠাৎ? এই সাত সকালে আবার।
- এমনি। আমার ইচ্ছে হয়েছে। উফ।
- নিজে শাড়ি পরবি, তার জন্য আমার ঘুম নষ্ট।
- তারপরে তো গ্যালারি ভর্তি শুধু আমারই ছবি দেখব!
- বাজে বকিস না তো।
- এত কথা বলে বলে আমার ঘুমের পিন্ডি চটকাচ্ছিস তখন থেকে।
- নিজে সাজবি আর তার জন্য আমার ঘুম নষ্ট করবি... ইয়ার্কি?
- ধ্যাত্তেরিকা। সেই আমায় উঠিয়েই ছাড়লি।
- স্নান সেরে নে। তারপর যতক্ষণে আমি স্নান করবো, তুই শাড়িটা স্টার্ট কর। কুচি আঁচল ধরছি পরে। মিনওয়াইল আমি পনেরো মিনিট ঘুমিয়ে নিই।
- মরণ দশা আমার।
- চেকমেট!

No comments:

Post a Comment