বিরহ পর্ব চলছে। তারই সংলাপ।
(হ্যাঁ, অগ্নি আর রুমুনের...)
- বৃষ্টি থামল?
- থেমেছিল। সেই দেখে বেরোলাম। ক্যাবে উঠতে আবার শুরু হল।
- ভাগ্যিস ক্যাব পেলি। এই ওয়েদারে তো সেও এক অ্যাডিশানাল সমস্যা।
- সাত কিলোমিটার ডিস্টেন্স তিনশো পড়ল।
- ভগবান! তবে হ্যাঁ, আর কী করবি। সাইড এফেক্টস অফ সাচ আ লাভ্লি ওয়েদার।
- নিকুচি করেছে লাভ্লি।
- কেন কী হল?
- প্র্যাক্টিকালি ভাবতে গেলে এই যে এরকম অস্বাভাবিক ক্যাব ফ্যের। প্লাস রাস্তায় জল কাদা প্যাচপ্যাচ।
- কন্টিন্যু।
- আর ইমোশনালি ভাবতে গেলে যত রাজ্যের মন খারাপ এসে বাসা বাঁধছে আমার মনে।
- সে কী কেন?
- এরকম ডিপ্রেসিং ওয়েদারে আমার সব সময়ই এমন মন খারাপ লাগে।
- ডোন্ট ব্লেম দ্য ওয়েদার।
- নয়তো কী? বৃষ্টির ফোঁটা ঝরে পড়ছে। আর সেই সাথে আমার মন খারাপটা এক্সপোনেনশিয়ালি বেড়েই চলেছে।
- আমার এখানে সারাদিন সূর্যের তেজ গোবি সাহারাকে বলে বলে অন্তত সাত গোল দেবে। গাছগুলোকে দিনে দু'বার ধরে জল দিতে হচ্ছে। মাটি শুকিয়ে চৌচির। এমন ঝলমলে রৌদ্রজ্জ্বল দিনেও আমার ভীষণ মন কেমন করছে। সারাদিন ভুলভাল এদিক ওদিক কত কমেডি ভিডিও দেখলা। গান শুনলাম। কিছুতেই কিছু হল না। মন যেমন ভার ছিল সকালে, এখনও তেমনই আছে। এবার বল?
- একটাই চিকিৎসা।
- কী?
- ফিরে আয়।
- আই উইশ...
- প্লীজ... আমার একটুও ভালো লাগছে না।
- আমারই কি ভালো লাগছে নাকি?
- তাহলে পড়ে আছিস কেন?
- আমার হাতে নেই তো। থাকলে তোর মনে হয় এই এতদূরে এরকম পড়ে থাকতাম...
- টেস্টিং টাইমস।
- অ্যান্ড উই উইল কাম আউট উইদ ফ্লায়িং কালারস। দেখিস?
- মিস ইউ।
(অপর প্রান্তে ফুঁপিয়ে কান্নার শব্দে ঢেকে যায় বৃষ্টিস্নাত ব্যস্ত শহরের ট্র্যাফিকের পাগল করা শব্দ। আরেকটা দিন কেটে যায় জীবন থেকে। অপেক্ষায়। আশায়। একটা ছোট্ট আশাকে আঁকড়ে থেকে। )
(হ্যাঁ, অগ্নি আর রুমুনের...)
- বৃষ্টি থামল?
- থেমেছিল। সেই দেখে বেরোলাম। ক্যাবে উঠতে আবার শুরু হল।
- ভাগ্যিস ক্যাব পেলি। এই ওয়েদারে তো সেও এক অ্যাডিশানাল সমস্যা।
- সাত কিলোমিটার ডিস্টেন্স তিনশো পড়ল।
- ভগবান! তবে হ্যাঁ, আর কী করবি। সাইড এফেক্টস অফ সাচ আ লাভ্লি ওয়েদার।
- নিকুচি করেছে লাভ্লি।
- কেন কী হল?
- প্র্যাক্টিকালি ভাবতে গেলে এই যে এরকম অস্বাভাবিক ক্যাব ফ্যের। প্লাস রাস্তায় জল কাদা প্যাচপ্যাচ।
- কন্টিন্যু।
- আর ইমোশনালি ভাবতে গেলে যত রাজ্যের মন খারাপ এসে বাসা বাঁধছে আমার মনে।
- সে কী কেন?
- এরকম ডিপ্রেসিং ওয়েদারে আমার সব সময়ই এমন মন খারাপ লাগে।
- ডোন্ট ব্লেম দ্য ওয়েদার।
- নয়তো কী? বৃষ্টির ফোঁটা ঝরে পড়ছে। আর সেই সাথে আমার মন খারাপটা এক্সপোনেনশিয়ালি বেড়েই চলেছে।
- আমার এখানে সারাদিন সূর্যের তেজ গোবি সাহারাকে বলে বলে অন্তত সাত গোল দেবে। গাছগুলোকে দিনে দু'বার ধরে জল দিতে হচ্ছে। মাটি শুকিয়ে চৌচির। এমন ঝলমলে রৌদ্রজ্জ্বল দিনেও আমার ভীষণ মন কেমন করছে। সারাদিন ভুলভাল এদিক ওদিক কত কমেডি ভিডিও দেখলা। গান শুনলাম। কিছুতেই কিছু হল না। মন যেমন ভার ছিল সকালে, এখনও তেমনই আছে। এবার বল?
- একটাই চিকিৎসা।
- কী?
- ফিরে আয়।
- আই উইশ...
- প্লীজ... আমার একটুও ভালো লাগছে না।
- আমারই কি ভালো লাগছে নাকি?
- তাহলে পড়ে আছিস কেন?
- আমার হাতে নেই তো। থাকলে তোর মনে হয় এই এতদূরে এরকম পড়ে থাকতাম...
- টেস্টিং টাইমস।
- অ্যান্ড উই উইল কাম আউট উইদ ফ্লায়িং কালারস। দেখিস?
- মিস ইউ।
(অপর প্রান্তে ফুঁপিয়ে কান্নার শব্দে ঢেকে যায় বৃষ্টিস্নাত ব্যস্ত শহরের ট্র্যাফিকের পাগল করা শব্দ। আরেকটা দিন কেটে যায় জীবন থেকে। অপেক্ষায়। আশায়। একটা ছোট্ট আশাকে আঁকড়ে থেকে। )
No comments:
Post a Comment