Monday, March 18, 2019

সংলাপ

অগ্নি আর রুমুনের ওয়াটসঅ্যাপের চ্যাট:
- খেয়েছিস?
- হুম। এই তো।
- বেশ।
- তা হঠাৎ?
- এমনিই।
- এমনি এমনি তো এরকম প্রশ্ন করার মেয়ে তুই নোস। কোনোদিনও করিসও না। ব্যাপারটা কী?
- ঠিক বুঝে যাস, বল?
- বল, বল।
- এই এখন ফেসবুকে একটা পোস্ট দেখলাম। প্রেম ১০১। লেখা "you are not a true girlfriend if you have never messaged him 'mele babu ne thana thaya?'"
- ফেসপাম!
- আহা, সাড়ে থেকে হোল নাম্বারে প্রোমোশন পেয়ে গিয়েছিস, অথচ একদিনও এরকম মেসেজ করলাম না, তা হয়? তবে এতোটাও ঢং আমি করতে পারবো না বাবা। তাই মডিফায়েড ভার্সান।
- বুঝলাম।
- যা। কাজ কর। আমিও কাজ করি। প্রচুর ডেডলাইন্স।
- লাভ ইউ টু!
- ও হ্যাঁ। লাভ ইউ!

No comments:

Post a Comment