Tuesday, March 5, 2019

সংলাপ

সেই অসাধারণভাবে সাধারণ দম্পতির (রুমুন অগ্নি) আরেকটি অতি সাধারণ কথোপকথন।

- একটুও শরীর ভালো লাগছে না।
- হুম। টেম্পারেচার তো ১০২ দেখছি।
- মাথা ব্যথা করছে খুব।
- ক্যালপল খেলি তো। একটু টাইম দে। মিনওয়াইল, দেখি একটু মাথাটা টিপে দিই। আরাম পাবি।
- হ্যাঁ প্লিজ। তেল মালিশ করে দিবি প্লিজ?
- ঠিক আছে।
-তেলের বোতলটা আয়নার পিছনে শেলফে আছে। প্যারাশুট।
- ঠিক আছে। বলছি, কোনো সিনেমা দেখবি?
- মন্দ হয় না।
- কোনটা দেখবি?
- চল আজ কোন ক্যাওড়া সিনেমা দেখি।
- যেমন?
- দেবের কোনো সিনেমা?
- নাকি জিৎ?
- বা পাপস তাল?
- চিরঞ্জিত?
- পোসেঞ্জিত?
- অক্ষয় কুমার?
- সলমন খান?
- গোভিন্দা?
- সূর্যবংশম?
- গুন্ডারাজ?
- কুলি নাম্বার ১?
- বিবি নাম্বার ১?
- উত্তম সুচিত্রা?
- অগ্নিপরীক্ষা?
- ইন্দ্রাণী?
- সপ্তপদী?
- বিপাশা?
- হারানো সুর?
- চল, মৌচাক দেখি। লাইট মুভি।
- সেই ভালো। স্যুপ খাবি?
- বানাবি?
- অর্ডার করে দিচ্ছি।
- সি ফুড। বা ক্রিম এন্ড অনিয়ন।
- ডান।

No comments:

Post a Comment