Tuesday, March 26, 2019

অপু-অপর্ণা

(স্থান: ধরুন, যাদবপুর সি আই টি মার্কেটের সামনে। একগাদা অটো যেখানে ভিড় করে দাঁড়িয়ে থাকে। রাণীকুঠি আর টালিগঞ্জ মেট্রো যাওয়ার জন্য।
কাল: সকাল দশটা। ব্যস্ত সোমবার।
পাত্র পাত্রী: নিজের মতো নাম ভেবে নিন। সাজেশন চাইলে বলবো অগ্নি আর রুমুন, নয়তো পাল্কি আর কৃশানু।) - আচ্ছা, আমি যদি অপু হই, তুই আমার অপর্ণা হবি?
(খানিক থতমত খেয়ে) - হতে পারি। তবে কথা দিতে হবে। কাজলকে দেখতে আসতে যেন পাঁচ বছর না লেগে যায়।
- ধুর পাগলী, কাজল তো আমার সামনেই জন্মাবে। ও যখন আসবে, আমি তোর পাশেই থাকবো। আমার দুই হাত দিয়ে শক্ত করে তোর দুই হাত চেপে ধরে রাখবো। যাতে তুই কোত্থাও না চলে যাস...

(সলজ্জ হাসি। ঈষৎ রক্তিম গাল।) - বেশ। তবে তাই হোক।

No comments:

Post a Comment