Tuesday, March 26, 2019

ভিলেন


- উফ এই যা ওয়েদার। ভীষণ প্রেম পাচ্ছে।
- আমার পাচ্ছে না।
- তুই বড্ড আনরোমান্টিক।
- বিশ্বাস কর, সারা দুপুর আজ বসের জন্য ফালতু ফালতু রোদে টো টো করে ঘুরে কাজ করতে হয়েছে। তাও ইউজলেস কাজ। আমার মাথা ধরে আছে। ঘুম পাচ্ছে। এরপর আর যাই হোক প্রেম পাচ্ছে না।
- ধুর ধুর। সব সময় তোর এই বসটা ভিলেন হয়ে থাকে আমাদের লাভ স্টোরিতে।
- নামের ইনিশিয়ালসেই এ পি। অমরীশ পুরি।
- বেকার। টোটাল বেকার।
- এক কাজ কর। ইউটিউব চালিয়ে অরিজিৎ সিং শোন। প্রেম পালিয়ে যাবে। বিরহ মোড অন।
- বিরহ মধুর হলো আজি...
- ভরি দিয়া পূর্ণিমানিশা অধীর অদর্শনতৃষা।
- হয়েছে। এবার থাম। জানি সব গানের সব লাইন তোর মুখস্থ। গান শোন। আমি ঘুমাই।
- লাভ ইউ টু।
- হুম। সুইট ড্রিমস।


No comments:

Post a Comment