Thursday, March 21, 2019

বেগুন ভাজা

সবাই ছোটবেলায় গল্প টল্প লেখে, কবিতা লেখে। সেসব কত সাহিত্যরসে পূর্ণ থাকে। হঠাৎ মনে পড়ে গেলো। ছোটবেলায় একটা টেপ রেকর্ডারে আমার লেখা ও পাঠ করা একটা গল্প শুনতাম। আশা করি ওই সময়ে আর কোন লিখিনি। ওই এক পিসই যা প্রমাণ আছে। (এখন আর ক্যাসেটগুলো আদৌ চলে কি না, জানিনা। ক্যাসেটটা আছে কোথাও হয়তো...)
যাই হোক, গল্পটা যতটা যা মনে পড়ছেঃ (বানান অপরিবর্তিত)
"একটা বেগুন ভাজা ছিল। আরো একটা বেগুন ভাজা ছিল। একদিন বাইরে খুব বিশটি পড়ছিল। ওরা বাইরে ছিল। ছাতা মাথায় হাঁটছিল। বিশটিতে ভিজে একটা বেগুন ভাজার জ্বর হয়ে গেলো। "
ব্যস। এইটুকুই।
(তখন মনে হয় বেগুন ভাজা খেতাম নিয়মিত, রুটি দিয়ে। তাই এরকম অদ্ভুত গল্পের চরিত্র। যাক গে, মনে হয় তখনের চেয়ে এখন অল্প হলেও বেটার লিখি...)
Edit: মা বললো এটা নাকি মায়ের মস্তিষ্কপ্রসূত। আমি আমার মতো করে রেকর্ড করেছিলাম মাত্র।
আর গল্পে বেগুনভাজাটিকে ডাক্তারের কাছেও নিয়ে যাওয়া হয়েছিল!☺️

No comments:

Post a Comment