(দুই হাতে দুটো চায়ের কাপ নিয়ে ব্যালকনিতে প্রবেশ অগ্নির।)
- নে, চা'টা ধর।
- ও। থ্যাংকস। বিস্কুটের কৌটোটা আনিসনি?
- আমার দুটো মোটে হাত বাবা, কী করে তাতে দুই কাপ চা আর বিস্কুটের কৌটো ম্যানেজ করবো?
- ইউ নো, দের ইজ সামথিং কল্ড আ ট্রে দ্যাট ইউ কুড ইউজ।
- মাথায় আসেনি। নেক্সট টাইম ফর শিয়র। দাঁড়া আনছি।
- না। তুই বোস। আমি আনছি।
- উঠছিসই যখন, একটু প্লিজ ছোট্ট করে নাগেটস ভেজে আনবি সাথে?
- চিকেন না ভেজ?
- অফ কোর্স চিকেন।
- ও ইয়া, রাইট। কোনোদিনও যদি নন ভেজের অপশন থাকা সত্ত্বেও তুই ভেজ চাস, বুঝবো ইট ইজ এ রেসকিউ সিগন্যাল ফ্রম ইউ। রাইট রাইট।
- হুম।
- আনছি।
- আর শোন, মুখরোচকের প্যাকেটটার কী অবস্থা?
- আধ প্যাকেট আছে।
- ওটাও প্লিজ নিয়ে আসিস।
- হুম।
(মিনিট দশেক পর। রান্নাঘর থেকে ভাজাভুজির ছ্যাক ছোক শব্দ এবং সুস্বাদু গন্ধ আসছে।)
- এই শোন না।
- আবার কী?
- কালকের লেফট ওভার গাজরের হালুয়া আছে না?
- না। নেই।
- এই, কী করে হয়? আমি নিজে রেখেছি ফ্রিজে।
- নেই তো আমি কী করব?
- তুই বললেই হলো?
- আরে এই তো এখন নাগেটসগুলো বের করলাম। থাকলে তো চোখে পড়ত।
- উহু। হতেই পারে না।
- তুই নিজে এসে দেখে যা।
- হ্যাঁ আসছি।
(অগ্নির রান্নাঘরে প্রবেশ। সামনে রাখা কাঁচের বাটিতে গাজরের হালুয়া।)
- এটা কী হলো? এইরকম রসিকতার কী মানে?
- রান্নাঘরে ঢুকেই দেখলাম সামনেই ট্রে। তাতে চা চলকেও পড়েছে। বুঝে গেলাম। গোটা ব্যাপারটাই প্ৰি প্ল্যান্ড। স্রেফ আমায় খাটানোর জন্য।
- সাবাশ তোপসে!
- যা বারান্দা থেকে চায়ের কাপ দুটো নিয়ে আয়। মাইক্রোতে আরেকবার গরম করে আন। আমি এগুলো নিয়ে বসছি।
- খাটিয়ে খাটিয়ে মারলি আমায়। উফ।
- ফুড ফর ওয়ার্ক! সিম্পল!!
- এই শোন না।
- আবার কী?
- কালকের লেফট ওভার গাজরের হালুয়া আছে না?
- না। নেই।
- এই, কী করে হয়? আমি নিজে রেখেছি ফ্রিজে।
- নেই তো আমি কী করব?
- তুই বললেই হলো?
- আরে এই তো এখন নাগেটসগুলো বের করলাম। থাকলে তো চোখে পড়ত।
- উহু। হতেই পারে না।
- তুই নিজে এসে দেখে যা।
- হ্যাঁ আসছি।
(অগ্নির রান্নাঘরে প্রবেশ। সামনে রাখা কাঁচের বাটিতে গাজরের হালুয়া।)
- এটা কী হলো? এইরকম রসিকতার কী মানে?
- রান্নাঘরে ঢুকেই দেখলাম সামনেই ট্রে। তাতে চা চলকেও পড়েছে। বুঝে গেলাম। গোটা ব্যাপারটাই প্ৰি প্ল্যান্ড। স্রেফ আমায় খাটানোর জন্য।
- সাবাশ তোপসে!
- যা বারান্দা থেকে চায়ের কাপ দুটো নিয়ে আয়। মাইক্রোতে আরেকবার গরম করে আন। আমি এগুলো নিয়ে বসছি।
- খাটিয়ে খাটিয়ে মারলি আমায়। উফ।
- ফুড ফর ওয়ার্ক! সিম্পল!!
No comments:
Post a Comment