Saturday, March 2, 2019

সংলাপ

- কীরে, সারাদিনে একবারও ফোন করলি না যে?
- তুইও তো করিসনি।
- ব্যস্ত ছিলাম।
- আমিও।
- তোর ব্যস্ততা জানা আছে।
- কীরকম?
- ওই তো দেবুর ছবিতে বসে বসে লাইক আর কমেন্টের বন্যা বইয়ে দিলি। রীতিমত পঞ্চায়েত বসে গেল।
- তোকে কে বলল?
- দেখলাম। কে আবার বলবে।
- এই নাকি এত ব্যস্ত, এত ফেসবুক করার সময় পাস কী করে?
- তুই কি ঝগড়া করবি বলে ঠিক করলি?
- তুইও কি ঝগড়া করতে ফোন করলি?
- অন্তত সেই সুবাদে তো ফোন করার সময় হলো।
- ইচ্ছে হলে তো তুইও করতে পারতি।
- আমরা কি ঝগড়াটা কন্টিনিউ করবো?
- আর ভালো কি করতে পারি অন্যথায়?
- সাউথ সিটিতে নাইট শো কেটে ফেলি? তার আগে নাহয় ওয়াও মোমোতে এক প্লেট করে চিকেন চিজ স্টিমড আর কে এফ সি তে ভার্জিন ময়িতো হয়ে যাবে।
- সেই ভালো। এক সপ্তাহ প্রচুর ঝেলেছি। উইকেন্ড শুড বি ফান!
- ঠিক হ্যাস! পিক আপ করে নেব সাড়ে ছটায় তোর অফিসের বাইরে থেকে।
- ওকে। বাই।
- লাভ ইউ টু।
- ঢং যতসব।

No comments:

Post a Comment