- মাথা ব্যথাটা কমলো?
- হুম। মনে হয়।
- কপালও ঠান্ডা। জ্বরটা নেমেছে মনে হয়।
- মাথায় মালিশটা কাজে দিয়েছে বেশ।
- কিন্তু সিনেমাটা আর দেখলি না তো। ঘুমিয়েই পড়লি।
- অন্তত দশবার দেখা ওই সিনেমা। একবার হাফ দেখলেও সমস্যা নেই। বরং তার চেয়ে অনেক বেশি এনজয় করেছি এই হেড ম্যাসাজ।
- গ্ল্যাড টু নো!
- থ্যাংক ইউ!
- লাভ ইউ!
- লাভ ইউ টু!
(লক্ষ্য করেছেন তো, আজ কিন্তু লাভ ইউএর উত্তরে মরণ টরণ কিছু নেই। আপাতত এদের আর ডিস্টার্ব করছি না।)
No comments:
Post a Comment