- কী ব্যাপার সকাল থেকে এই নিয়ে থার্ড এরকম লাভি ডাভি মেসেজ?
- ভালো লাগলো। তাই।
- সারাদিন এইসবই করছিস? কাজ নেই?
- আজ একটু হালকা আছি। ভালো লাগলো। তাই তোকে পাঠালাম।
- বুঝলাম।
- ভালো না লেখাগুলো?
- হুম। বেশ ভালো।
- আমাদের নিয়ে যদি কেউ এমন লিখতো...
- শুনলাম নাকি লেখে। ফেসবুকে। সাম্পান না কি একটা নাম পেজটার।
- ওই তো গুটিকয়েক লোকে পড়ে। ভাইরাল হয় না আমাদের গল্প।
- একদিক দিয়ে ভালো।
- কীসের ভালো?
- বেশি লোক জেনে গেলে কার না কার নজর লেগে যাবে শেষে।
- যত বাজে কথা।
- পাগলী!
- তাড়াতাড়ি ফিরিস আজ।
- চেষ্টা করছি।
No comments:
Post a Comment