Friday, March 8, 2019

নারী দিবস উপলক্ষে সংলাপ

রুমুন-অগ্নির নারী দিবস উপলক্ষে ফিল্মি সংলাপ:

- কীরে সারাদিনে একবারও উইমেন্স ডের উইশ করলি না?
- ধুর ধুর। নারী দিবস টিবস সব ফালতু। একটা দিন কেন লাগবে তোদেরকে সেলিব্রেট করতে?
- সে ভ্যালিড পয়েন্ট বটে। কিন্তু তবুও, নারী দিবসের ইতিহাসের কথা মাথায় রেখে একটা দিন তো আলাদা করে সম্মান করাই উচিত।
- উহু। সম্মানটা রোজ করা উচিত। ভালোটা রোজ বাসা উচিত।
- দ্যাটস ট্রু। এই জন্যই তোকে এত ভালোবাসি। কী সুন্দর সেনসিটিভ তুই এইসব বিষয়ে।
- হুম। তবে তুই কী করে জানলি যে এটা আমি জাস্ট বলার জন্য বললাম নাকি মিন করলাম?
- সে আমি জানি।
- তাই?
- হুম।
- তবুও, আজকের বিশেষ দিনে সবাই যখন তোকে উইশ করেছে...
- অফিসে বস পর্যন্ত মেল করেছে আমাদের সব ফিমেল এমপ্লয়িজদের। আলাদা করে। পার্সোনালাইজড।
- সে হয়তো দেখ এইচ আর থেকে ইন্সট্রাকশন এসেছিল।
- হতে পারে।
- তা যা বলছিলাম, তোকে সবাই যখন উইশ করলো, আমারও কিছু বিশেষ করে উচিত আজকের দিনে।
- করলে তো খুশি হবোই।
- তাহলে দাঁড়া দু মিনিট।

- এই, এই অগ্নি, কী হলো? মাথা নীচু করে দাঁড়ালি কেন?
- রুমুন, এই নাকি তুই নিজেকে এস আর কের এত বড় ফ্যান বলিস?
- এখানে আবার এস আর কে কোত্থেকে এলো?
- কুছ কুছ হোতা হ্যায়ের বিখ্যাত প্রোপোজ সিনটা মনে কর।
- উম, মনে পড়ছে না।
- পঞ্চাশবার দেখেছিস। আর আমায়ও তিরিশ বার দেখিয়েছিস। আমার ডায়লগ মুখস্থ, এদিকে তুই বলছিস মনে নেই। বোঝো কান্ড। আর যদি কখনো দেখি তোর সাথে সিনেমাটা...
- আজকেই দেখবো। টু ব্রাশ আপ অন ইট। এবার বল দেখি, কী ডায়লগ।
- শোন তাহলে।
- বল
- এক মর্দ কা সর সিরফ তিন ঔরতকে সামনে ঝুঁকতা হ্যায়। এক অপনে মা, এক দুর্গা মা, ঔর। ঔর...

(না এরপরের সিনে বিশেষ গেলাম না। চোখ টোখ মারামারি, বুকে জড়াজড়ি ইত্যাদি অনেক কিছুই আছে। আপনার বরং সিনটা দেখে নিন। লিঙ্ক দিলাম।
https://youtu.be/Ta5gpHf3PFc)

No comments:

Post a Comment