- গুড মর্নিং
- এত তাড়াতাড়ি উঠে পড়েছিস কেন?
- কাল আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম, ভুঁড়িখানা বেশ জম্পেশ তৈরি হয়েছে। একটু কমাতে হবে। তাই হাঁটতে বেরোলাম।
- সে বেশ করেছিস। তা ছাড়া তোকে একটু গোলগালই কিউট লাগে। কিন্তু তা বলে আমায় ফোন করে ওঠালি কেন?
- আরে আমি যেই পার্কে হাঁটতে এসেছি, ভীষণ সুন্দর জায়গাটা। প্রচুর গাছপালা। ফুল। আর মোস্ট ইম্পরট্যান্টলি, অনেক পাখি।
- সব বুঝলাম। কিন্তু তাও, সাড়ে পাঁচটায় আমার ঘুম ভাঙালি??
- এই যে, চোখ খুলে দেখ। দেখতে পাচ্ছিস?
- আরে, দু শালিক যে।
- প্রচুর আছে। তুই দেখার জন্য হা পিত্তেশ করে থাকিস। আমার চোখে পড়ল। তাই কল করলাম। নে এবার ঘুমো।
- থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আজ আবার প্রেজেন্টেশন আছে। আই ব্যাডলি নিডেড দিস।
- ওই জন্যই তো।
- তুই না থাকলে যে আমার কী হতো...
- হয়েছে। যা। ঘুম দে। আমি হাঁটি।
- গল্প করতে করতে হাঁট না। এমনিও আমার ঘুম চলে গেছে।
- পারলাম না অত ঢং করতে। ঘুম ভেঙে গেলে নীচে নেমে দৌড়ে নে কয়েক রাউন্ড।
- এরকম করতে পারলি?
- হুম।
- বেশ।
- পরে কথা বলছি আবার। বাই।
- টাটা!
No comments:
Post a Comment