হ্যালো।
হেলেছি।
উফ। আবার সেই স্টুপিড জোক।
যাক। অন্তত আজ তো ওটাকে জোক বলে স্বীকার করলি ফাইনালি!!
বরাবরই বলি। পিজে। পুয়োর জোক।
আচ্ছা ডিজে আর পিজের মধ্যে কোনটা বেটার?
মানে?
মানে ধর গিভেন এ চয়েস বিটুইন ক্র্যাকিং এ পিজে এন্ড এ ডিজে, কোনটা প্রেফার করবি?
কী বোকা বোকা প্রশ্ন করছিস।
প্রশ্ন ইজ নেভার স্টুপিড মাই লাভ। প্রশ্নকর্তা মে বি।
আবার ভুলভাল বকছিস। কী হয়েছে তোর আজ?
কিচ্ছু না। বিন্দাস আছি। তবে একটু হাই হয়ে থাকতে পারি।
আবার গিলেছিস নাকি?
না না না না। ছি ছি। আজ না শনিবার?
তাহলে?
ওই একটু আগে বিরিয়ানি খেলাম আমিনিয়া থেকে আনিয়ে। এবার হোম থিয়েটারে সানডে সাসপেন্স চালিয়ে গ্লাস হাতে বারান্দায় বসব। আহা, বাইরে কী প্লেজ্যান্ট ওয়েদার জানিস। হালকা হাওয়া দিচ্ছে। পারফেক্ট স্যাটরডে নাইট।
শনিবারে বিরিয়ানি? বাহ বাহ।
টেকনিক্যালি দেখ, শনিবার আনলেও এখন বারোটা বেজে গিয়েছে। ইট ইজ সানডে। তাই মাটনে নো রেস্ট্রিকশন।
বুঝলাম।
কী বুঝলি বল।
এই যে তোর মাথারও বারোটা বেজে গিয়েছে।
ছাগল এত সুন্দর একটা সল্যুশন বানালাম, আর তুই আমার খোঁটা দিচ্ছিস। ইডিয়ট কোথাকার।
জানিসই তো আমি গর্দভ।
বাট আই লাভ দিস ভ্যাবলাকান্ত সো মাচ।
মি টু।
মি টু আবার কী? আমিও ভ্যাবলাকান্ত?
ধ্যাত। তুই ভ্যাবলাকান্ত হতে যাবি কোন দুঃখে।
তাহলে? ভুলে যাস কী করে আর এমন লুজ টক করিস?
হুম সেই। ভেবলি বুড়ি নামটা বরং কত্ত সুন্দর!!
এই এই এই। তোর হচ্ছে দাঁড়া। এমন ক্যাল ক্যালাবো না...
No comments:
Post a Comment