হ্যালো।
বল।
কথা বলা যাবে?
হুম।
বাড়ি ঢুকেছিস?
হুম।
ব্যস্ত?
তেমন না।
তাহলে কী হুম হুম করছিস?
হুউউউম।
তুই জানিস আমার এই হুম হুম ভাল্লাগেনা।
হুম।
একটা থাপ্পড় খাবি।
হুম।
উফ। আমি ফোন রাখছি।
এই হ্যালো, হ্যালো...।
মাইক টেস্টিং।
১ ২ ৩ ৪
ছাগল একটা।
বল কী বলবি। এই এক ঘণ্টা আগে ফোন ছাড়লি। তারপরে আবার ফোন। নিশ্চয়ই ছাগল বলা আর থাপ্পড় মারার থ্রেট করতে আবার ফোন করলিনা?
না।
বক্তব্য পেশ কর।
ধুর, মিস করছি তোকে খুব।
হুম।
উফ। আবার হুম?
এই সরি সরি। বল।
কী বল? মিস করছি বললাম, তার উত্তর এই?
আরে আমিও মিস করছি তোকে।
কতটা?
অনেকটা।
তাও? অ্যানালজি দে।
কতটা মিস করছি, এর আবার কী উপমা দেব?
এই ধর, আমি যেমন ট্রেসিমি শ্যাম্পু ইউজ করি।
বেশ। ধরলাম।
না ধরতে হবেনা। এটা ফ্যাক্ট।
আচ্ছা বেশ। বল।
তা আমি মাঝে একবার রজনীর কথামতো ড্যান্ড্রাফ কমাতে অন্য ব্রান্ডের শ্যাম্পু কিনেছিলাম। দুদিন ব্যবহার করে দেখলাম, একদম সুট করছেনা।
এক মিনিট, তুই আমায় কতটা মিস করছিস, তা বলতে শ্যাম্পুর ব্র্যান্ড? ধন্য তুমি, ধন্য হে!!!
উফ। এত ইন্টেরাপ্ট করিস কেন??
বল বল।
তা ওই শ্যাম্পুটা যে কদিন ব্যবহার করলাম, আমার চুল একদম লিম্প হয়ে গিয়েছিল। কী জঘন্য লাগত।
তারপর আবার ট্রেসিমি ব্যবহার করে জেল্লা ফেরত এলো?
রাইট!
তাতে কী দাঁড়ালো?
দাঁড়ালো এই যে আমার চুল যেরকম ট্রেসিমিকে মিস করে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, আমি ঠিক ততটাই তোকে মিস করছি।
বুঝলাম। কিন্তু আই হ্যাভ আ কোশ্চেন।
বলে ফেল।
চুলটা কে আর ট্রেসিমিটা কে এই ক্ষেত্রে?
অফ কোর্স বাল অলওয়েজ তুইই!!! এ আর বলতে?
No comments:
Post a Comment