Friday, August 24, 2018

সংলাপ ৫

হ্যালো?
বল।
এক্ষুনি সুইগির লোকটা ডেলিভারি দিয়ে গেল।
জানি। এস এম এস পেয়েছি।
থ্যাঙ্ক ইউ।
হুম।
তুই এখনও আপসেট, না?
ছাড় না ওইসব।
সরি রে, আই নো, আই প্রব্যাব্লি শুডন্ট হ্যাভ রিয়াক্টেড দ্যাট ওয়ে।
আমি খুব দুঃখ পেয়েছিলাম রুমুন তোর ব্যবহারে।
আমি জানি, আমি খুব বাজে ব্যবহার করেছি তোর সাথে সেদিন। আসলে এই লঙ ডিস্টেন্সটা আমায় কীরকম ইন্সিক্যোর বানিয়ে দিচ্ছে।
কীসের ইন্সিক্যোরিটি রুমুন? লঙ ডিস্টেন্স তো কী হয়েছে? তুইও এক আছিস, আমিও মানুষটা এক রইলাম। তাহলে কীসের সমস্যা?
আমি জানিনা। সারাক্ষণ মনে হয় দূরে আছি বলি তুই হয়তো সরে যাচ্ছিস আমার থেকে।
তুই আমায় ভরসা করিসনা, না?
ধ্যাৎ , অগ্নি। ওরকম বলিসনা।
তাহলে ভরসা করিসনা কেন?
জানি না। সবাই যে বলে লঙ ডিস্টেন্স ডাজন'ট ওয়ার্ক...
কুছ তো লগ কহেঙ্গে, লোগো কা কাম হ্যায় কেহনা...
ট্রু...
শোন, দিস ইজ আ চ্যালেঞ্জ টু আস। দেখাই যাক না, কেমনভাবে আমরা এটা কাটাতে পারি। কবে ফিরব বা তুই এখানে আসবি, জানিনা ঠিকই।
ঠিক বলেছিস। কোন কাজের কাজ তো হলোই না এই দুদিনে। উল্টে দুজনেই বিচ্ছিরি মুডে কাটালাম। মিছিমিছি মুহূর্তগুলো নষ্ট করলাম।
এই তো। এইবারে মাথায় ঢুকল?
ইয়েস!
আমি জানি তো, আমার ভেব্লি বুড়িটা এমনিতে স্মারট অ্যান্ড ইনটেলিজেন্ট, শুধু মাঝে মাঝে মাথায় পোকা নড়ে।
হুম...
নে, এবার খেয়ে নে। সুপটা ঠাণ্ডা হয়ে গেলে আর ভালোই লাগবেনা। তখন কমপ্লেন করলেও আরেকবার অর্ডার করতে পারব না। মাসের শেষ। পকেট ফাঁকা।
খাচ্ছি। তুই বাই দি ওয়ে, খেয়াল রাখ। তোর পিজ্জাটা রওনা দিয়েছে। ট্র্যাক করছিলাম। এই এলো বলে। তোরটা আসুক, একসাথে ভিডিও কল করতে করতে খাবো।
আমাদের সানডে লাঞ্চ ডেট?
নয়তো কী?   

No comments:

Post a Comment