Wednesday, August 22, 2018

সংলাপ ৩

শোন সেল চলছে। আমি তোর জন্য শপিংটা করে নিচ্ছি।
হুম।
উফ, আবার শুরু হল এর হুম হুম করা। বিরক্ত লেগে যায়।
আরে ঠিক আছে। শপিং করে নে।
হ্যাঁ করব। কী কিনব তোর জন্য?
যা ইচ্ছে। প্রত্যেকবারই তো কিনিস।
সে কিনি। কিন্তু তোর যদি কোন প্রেফারেন্স থাকে...
না না। তুই যা ভালো বুঝবি, তাই কিনবি।
এই তো, বেশ ইজি ওয়ে আউট। অসহ্য লেগে যায়।
আহা, আমার জন্য ভালো কী, তোর চেয়ে ভালো কেউ বোঝে বল? তাই জন্যই তো তোকে বলি।
যত ন্যাকামি।
সে তুই যা ইচ্ছে নাম দে। ঘুষ বল, ন্যাকামি বল। কিন্তু ফ্যাক্ট ইজ ফ্যাক্ট।
হয়েছে। আর সেন্টি দিতে হবেনা।
সেন্টি নাহয় দেবো না। কিন্তু সেনকে তো নিবি?
aargh! cheesy...
সে যা ইচ্ছে বল...
যাক গে। টিশার্টই নিচ্ছি তাহলে।
বেশ।
কী রঙ? কালো তো?
অ্যাজ ইউসুয়াল।
সেই। তোর ওই কালো কালো আর কালো। আর যেন পৃথিবীতে রঙ হয় না?
আর তোর ওই হলুদ হলুদ হলুদ। সেইবেলা?
আহা, সেই না হলে আমরা কী করে কালি-পিলি ট্যাক্সি কম্বো হতাম বল?
ইশ রুমুন, এই অষ্টমীতে সাত বছরে প্রথম আমরা অষ্টমীতে একসাথে থাকব না।
প্রথম আমাদের একসাথে অষ্টমী স্পেশাল ছবি উঠবেনা।
ভীষণ কষ্ট হচ্ছে রে।
আমারও... খুউউব... 

No comments:

Post a Comment