রুমুন বাড়ি ফিরে অবাক। এ কী? না হয় ভোটের বাজারে চারিদিক গরম, কিন্তু ওর বাড়িতে এমন চিৎকার চেঁচামিচি কীসের?
"ধর ধর। ওই তো। মার ব্যাটাকে।"
"ওই যে, মীনা, ওইদিকে। যা মার।"
"পারলি না? আরে ওই তো..."
"এর মধ্যে পঁচিশটাকে মেরেছি। একটাও যেন আস্ত না থাকে। ধরে ধরে মার।"
মায়েরই তো গলা। উঠোন দিয়ে বাড়ি ঢুকতে ঢুকতে এইসব শুনে রুমুনের চমকে যাওয়ার অবস্থা।
কিন্তু, কই কাউকে দেখা যাচ্ছে না যে?
ব্যাগ থেকে সদরের চাবিটা খুলে ভিতরে ঢুকে দেখে মা আর মীনাদি ঝ্যাঁটা হাতে। রণং দেহী মূর্তি দুজনেরই।
একটু খোঁজ খবর করতে জানা গেলো, ব্যাপার আর কিছু না।
মা ভার্সেস আরশোলা ওয়ার্ল্ড ওয়ার চলছে। "কালা হিট" স্প্রে হয়েছে। নিরীহ জীবগুলো ছোটাছুটি করছে প্রাণের দায়ে।
চোখে পড়ল এতক্ষণে। দরজার বাইরে ডাস্টবিনে সারি সারি মৃতদেহ। আরশোলার।
রেস্ট ইন পিস!!
(অগ্নিকে খুঁজবেন না প্লিজ! রুমুন দেখলেই অগ্নিকে চাই নাকি?? :P )
No comments:
Post a Comment