Wednesday, May 15, 2019

শুনলাম এখন বুঝি দশ শব্দের গল্প বলার ট্রেন্ড শুরু হয়েছে। 
***********************************
$ সুখ কারে কয়?
গরম আলু ভাতে, ঘি আর লঙ্কা পিঁয়াজ।
$রেজাল্টটা শেষমেশ পজিটিভই এলো। এক বুক হতাশা। পরীক্ষার পেপারটা HIV।
$বাজতে বাজতে টেলিফোনটা থেমে গেলো। নম্বর অপরিবর্তিত থাকে, সম্পর্কেরা পাল্টায়।
$ঝড় উঠেছে ঈশান কোণে। ঝড় উঠেছে বুকে। প্রেম-বৃষ্টি ঝরে।
$যুদ্ধ শেষে মৃত প্রান্তরে সাদা পতাকাটা ব্যাঙ্গের হাসি হাসে।
$গরমের ছুটিতে কোথায়? দীপুদা?
উহু। ফেলুদা। ঘনাদা। টেনিদা।
$কালবৈশাখী। ছাদ। এক আকাশ তারা। তোর হাতে মাথা রাখার আরাম।

No comments:

Post a Comment