Friday, May 31, 2019



জন্মদিনে শুভেচ্ছা জানাবে? তা বেশ তো, জানিয়ো।


কিন্তু দোহাই তোমার, ওসব কঠিন কঠিন কাব্যি স্টেটাস না।


কেনো? কারণ ওই আদরবাসা লজ্জাবাসা নানানবাসাটাসা


কোন কিছুই যে আমি দিতে পারবো না তোমায় ইন রিটার্ন, ডার্লিং।






আমার দৌড় ওই "মন ছুঁয়ে গেলো", "তুমি যে আমার" এইসব ছাপোশা ফ্রেজ অবধিই সীমাবদ্ধ,


নেহাতই সাধারণ, সহজ কথা, তাই সহজ পাঠেই মুহূর্তরা থাকে মুঠোবন্দী।





অনুভূতিটুকু হোক না খাঁটি, নাই বা হলে রাশভারী,









কারণ দিনের শেষে সেই একলাযাপন, কারণ?

আমি যে "আদতে আনাড়ি"।

No comments:

Post a Comment