Wednesday, May 29, 2019

১।

সাতাশ বছর বয়স হতে চলল, তবুও নামের শেষে ছাত্রী তকমাটা কিছুতেই আর কাটাতে পারেনা ঘুঙুর। ঘুঙুর, ভালো নাম লাবণ্যপ্রভা দাশগুপ্ত। বর্তমানে ব্যাঙ্গালোরে ফিজিক্স নিয়ে গবেষণা করছে। আপাতত গরমের ছুটিতে দু সপ্তাহের জন্য কলকাতা এসেছে। এবং এসেই এই কটা দিন চুটিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজ এই বন্ধু, কাল ওই বন্ধু। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। সব জায়গার যত বন্ধুরা কলকাতায় আছে, সক্কলের সাথে দেখা না করেই নয়। এইসব ক্ষেত্রে অবশ্য চাকুরিরত বন্ধুদের সাথে গল্প করতে করতে একটা জিনিস বুঝেছে ও। যতই চাকরি ও তার সাথে মোটা মাইনের হাতছানি এখনও অধরাই রয়ে গেছে ওর কাছে, তবুও, এই ছাত্রীজীবনে বেশ আরাম, বেশ আয়েশ। 

No comments:

Post a Comment