- মন খারাপ।
- কেন?
- আজকে আমার তোর ওখানে যাওয়ার কথা ছিল। টিকিটটা ক্যান্সেল করলাম।
- হুম।
- কতদিন দেখিনা বল তো?
- একজ্যাক্টলি পাঁচ মাস হচ্ছে আজ।
- রাইট, জিরো রিলিজ করেছিল। ওইদিনই তো মিট করেছিলাম।
- তখনই বোঝা উচিত ছিল। অমন নামের সিনেমা বেরলো, অপয়া যত।
- এ আবার কী কথা? তা বলে ২১ তারিখ আর কিছু ভালো হয়নি কখনো?
- না হয়নি।
- বললেই হল?
- তুই বল কী ভালো হয়েছে।
- এই যে, আমাদের দেখা হয়েছিল।
- সে তো কত দেখা হয়েছে ওরকম। ২১, ২২, ৩০, ৩২...
- তাও, লাস্ট দেখা তো ওদিন। অলওয়েজ স্পেশাল।
- ও, শেষ দেখা বলে স্পেশাল? মানে শেষ হল, তুই বাঁচলি, বল?
- বোঝো কান্ড।
- সব বুঝি হে।
- ছাই বুঝিস।
- তুই বোঝা দেখি?
- ওই যে শেষ দেখলাম... এক বুক আশা নিয়ে তবে থেকে তো রয়েছি। আবার কবে তোর ওই পাখির বাসার মত চোখ দুটোয় প্রাণভরে নিজেকে ডুবিয়ে দেবো।
- থাক, আর কাব্য করতে হবে না।
- এটা কাব্য নয়। তবে সাহিত্য বলতেই পারিস।
- ওই হলো।
- ঝগড়া করে মুড ভালো হলো?
- ভীষণ।
- ভেরি গুড!
No comments:
Post a Comment