- ছাতা আছে তো সাথে?
- ছাতা? কেন? রোদের জন্য? আমি ছাতা ব্যবহার করিনা। আই হ্যাভ মাই সানস্ক্রিন লোশন!
- ভগবান। একটা প্রশ্ন। তারপর গ্যাপ দে মা।
- বেশ। লেটস স্টার্ট এগেন। কেন?
- নিউজে দেখছিলাম নাকি ফণী আসছে।
- সে তো শুনলাম উড়িষ্যা যাচ্ছে।
- তাতে কী? বৃষ্টি তো তোরাও পাবি।
- যেমন তোরা পেলি!
- আহ, কাটা ঘায়ে নুন দিস না।
- বলেছিলাম। বৃষ্টি তোদের কপালে নেই। হবে না। তুই সেই চোদ্দদিন আগে থেকে সাইক্লোন রেশন কিনতে হবে বলে পাগল হয়ে গেলি।
- বেটার টু বি প্রিপেয়ার্ড।
- ট্রু। তা বলে ওই গুচ্ছ গুচ্ছ চিপস চকলেট কাপ নুডলস কেক...
- ফ্রুটস, ডায়েট ভেল, ডায়েট কোলা। হেলদি খাবারগুলো ভুলে যাস বলতে।
- ওই হলো। খাস তো আল্টিমেটলি সব জাঙ্ক। এগুলো তো আইওয়াশ।
- হুহ!
- যাক গে। গরমে সিদ্ধ হ। আমি বৃষ্টির অপেক্ষা করি!
- হ্যাঁ। পাঠালাম তো তোকে। উইথ লাভ ফ্রম চেন্নাই।
- উইথ লাভ ফ্রম চেন্নাই নাকি!
- নয়তো কী? কষ্ট পাচ্ছিলি। তাই নিজেরটা না ভেবে স্যাক্রিফাইস করে পাঠালাম। এমন ভালোবাসা, আর কোথাও পাবি না রে...
- শেষ হলো তোর যাত্রা পালা?
- ওই তো বলবি। ভালোবাসার কদর দুনিয়ায় এই তো।
- ন্যাকামি যত সব। রাখলাম। প্রচুর কাজ।
- বেশ। কিন্তু বৃষ্টি আসার আগে বেরিয়ে পড়িস। নইলে প্রবলেম হতে পারে।
- হুম ঠিক আছে।
- লাভ ইউ!
- হ্যাঁ, মি টু!
No comments:
Post a Comment