# সাইকেলে চাপিয়ে নিয়ে যাওয়া মুর্গিগুলো দেখে খারাপ লাগছিল ছাগলটার। খেয়াল করেনি, পিছনেই দাঁড়িয়ে কসাই বিষ্টু।
# বৃদ্ধাশ্রমের ফোনটা কিছুতেই ধরছেনা কেন, কী হলো মায়ের?
ওমা, এক্কেবারে দেখতে ছুটে চলে এলি খোকা?
ওমা, এক্কেবারে দেখতে ছুটে চলে এলি খোকা?
# ওয়েটিং লিস্ট টিকিট। দরজার সামনে চাদর পাত। কয়েক রাউন্ড টুএন্টি-নাইন। ২৯ঘন্টা কবেই সাবাড়!
# বাবু, একবার শুনে যা।
আবার কী?
এমনি। মুখটা দেখতে ইচ্ছে হলো।
উফ।
...............
মা, ওমা। সাড়া দাও।
আবার কী?
এমনি। মুখটা দেখতে ইচ্ছে হলো।
উফ।
...............
মা, ওমা। সাড়া দাও।
# আজ বাজারে কী পেলে?
মেয়ের পছন্দের আনারস।
আর বাবার পছন্দের হিমসাগর?
হবে না হয় পরে!
মেয়ের পছন্দের আনারস।
আর বাবার পছন্দের হিমসাগর?
হবে না হয় পরে!
No comments:
Post a Comment