# সকাল থেকে এই নিয়ে বোধহয় পঞ্চাশটা বাড়ি গিয়ে গিয়ে চিঠি বিলি করলো সুশান্ত। এই গরমে, তেতে পুড়ে। বাড়ির লোকগুলো কলিং বেলের আওয়াজে বিরক্ত। এসির আরাম ছেড়ে বেরোতে ভালো লাগে নাকি?
কুরিয়ারের ছেলেটাকে এক গ্লাস ঠান্ডা জল দিতেও মনে পড়ে না বিরক্তিতে।
# রোব্বার ভোটটা মিটলে বাঁচে বলবন্ত সিং। এই রোদে পোলিং বুথের বাইরে উর্দি পরে ঠায় দাঁড়িয়ে থাকা...
# "বৌদি, কাল আসবো না। এতো গরম পড়েছে, রাত্রে ঘুমোতে পারি না। কাল একটু বেলা করে উঠবো তাই।"
"ইশ, আগে বলবে তো দিদি। দাদাকে দিয়ে একটু বেশি সব্জি আনিয়ে রাখতাম। আরেকটু বেশি করে রাঁধিয়ে রাখতে পারতাম তোমায় দিয়ে। এখন এই গরমে আমায় কাল আবার হেঁশেল ঠেলতে হবে। ধুর ধুর।"
No comments:
Post a Comment